রোনালদোর দুর্দান্ত গোল, আল-নাসেরের জয়
কদিন আগেই নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে জিততে দেখেছেন অষ্টম ব্যালন ডি'অর। যা মেসিকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। ক্রিশ্চিয়ানো রোনালদোর থেকে এখন তিনটি ব্যালন ডি'অর এগিয়ে আছেন মেসি। যে ব্যবধান কমার সম্ভাবনা ক্ষীণ।
কিন্তু নিজের জাতটা ঠিকই চিনিয়ে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা। আল-নাসেরের হয়ে সৌদি আরবের ফুটবল কাঁপাচ্ছেন প্রায় ৩৯ ছুঁই ছুঁই এই ফরোয়ার্ড।
সৌদি লিগের ম্যাচে আল-নাসেরের ২-০ গোলের ব্যবধানে জয়ের ম্যাচে দুর্দান্ত এক গোল করেছেন সিআর সেভেন। আল-খালিজের বিপক্ষে দলের প্রথম গোলটি করেছেন রোনালদোই। বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বুলেট গতির শটে গোলকিপারকে দর্শক করে বল জালে জড়ান রোনালদো।
চলতি মৌসুমে এটি তার ১৯তম গোল। সৌদি লিগের শীর্ষ গোলদাতাও তিনি। এখন পর্যন্ত ১২টি গোল করেছেন রোনালদো।