আপাতত বিশ্বকাপ, এরপর নতুন করে ভাববেন সাকিব
১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অনেক রেকর্ডেই নিজের নাম তুলেছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে অবদান রেখে লম্বা সময় ধরে হয়ে আছেন বাংলাদেশ দলের প্রাণ ভোমরা। আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়া সিরিজের শেষ ওয়ানডেতে দারুণ এক কীর্তি গড়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার, যে কীর্তিতে তিনি একক ও অদ্বিতীয়।
ইতিহাসের একমাত্র অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেট ও ১৪ হাজার রানের অনন্য ডাবলের রেকর্ড গড়েছেন সাকিব। দারুণ এই কীর্তি গড়তে পেরে উচ্ছ্বসিত সাকিব। এভাবেই জাতীয় দলের জন্য অবদান রেখে যাওয়ার পরিকল্পনার তার, আপাতত সেটা ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ পর্যন্ত। এরপর ক্রিকেট ক্যারিয়ারের লক্ষ্য নিয়ে নতুন করে ভাবতে চান তিনি। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এমনই জানিয়েছেন সাকিব।
বিশ্বকাপ পরবর্তী পরিকল্পনা এখনই সাজাতে চান না সাকিব। বিশ্বকাপে নিজের পারফরম্যান্স বিবেচনায় সাজাতে চান নতুন পরিকল্পনা। দারুণ ফাইলফলকের অনুভূতি ও ক্রিকেট ক্যারিয়ারের লক্ষ্য জানতে চাইলে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, 'লক্ষ্য আসলে জানি না, বিশ্বকাপ পর্যন্ত চেষ্টা করব যতো বেশি অবদান রাখতে পারি। এবং এরপর পরের ধাপের পরিকল্পনাটা করতে পারব।'
'যেকোনো মাইলফলক অবশ্যই প্রেরণা জোগায়। এ রকম কিছু হলে তো অবশ্যই নিজের কাছে ভালো লাগবে, আরও বেশি প্রেরণা কাজ করে ভালো করার জন্য। তবে কতটা ভালো লাগতে পারে, এটা হয়তো অবসরের পর বুঝতে পারব। তবে আমি যেটা সবসময় বলে থাকি যে, দলের জন্য অবদান রাখতে চাই এবং যেহেতু দুটি দিক আমার আছে (ব্যাটিং ও বোলিং) এবং দুই দিকে অবদান রাখতে পেরেছি বাংলাদেশের হয়ে, এটা অবশ্যই আমার কাছে ভালো লাগার একটা জিনিস।' যোগ করেন সাকিব।
তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের পর বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ১৪ হাজার রান পূর্ণ করেছেন সাকিব। বাংলাদেশের হয়ে ৪১৬ ম্যাচে ১৪টি সেঞ্চুরি ও ৯৬টি হাফ সেঞ্চুরিসহ ৩৪.৫৯ গড়ে ১৪ হাজার ১০ রান করেছেন সাকিব। সঙ্গে ৬৭৪ উইকেট, বাংলাদেশের আর কারও ৪০০ উইকেটও নেই। সংখ্যাটা কোথায় দেখতে চান? এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, 'ওরকম কোনো নম্বর নেই, যেটা আমি চাই। তবে বিশ্বকাপ এলে অবশ্যই চাই বড় বড় নম্বর যেন হয়।'