‘বিশ্বকাপে অধিনায়ক হচ্ছে তামিম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই’
আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। যদিও এই সিদ্ধান্তে থাকতে পারেননি তিনি। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে গণভবনে ডেকে নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নির্দেশনা দেন ফেরার। প্রায় তিন ঘণ্টার আলোচনা শেষে তামিম ফেরার ঘোষণা দেন।
ফেরার ঘোষণা দিলেও অধিনায়কত্বে তার ফেরা নিয়ে আলোচনা আছে। তামিমের ঘনিষ্ট সূত্রে জানা গেছে, আর অধিনায়কত্ব নিতে চান না তিনি। যদিও বিসিবি সভাপতি নাজমুল ইসলাম পাপন জানিয়ে দিলেন, বিশ্বকাপে তামিম যে অধিনায়ক হচ্ছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
আগষ্টের শেষ দিকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ দিয়ে ফেরার কথা তামিমের। এর আগ পর্যন্ত ছুটি মিলেছে তার। পরিবার নিয়ে দুবাই যাওয়া অভিজ্ঞ এই ওপেনার ইংল্যান্ডে গিয়ে ডাক্তার দেখাবেন। এরপর দেশে ফিরে বিসিবির সঙ্গে বৈঠক করবেন তামিম। সেই বৈঠকের ওপর অনেক কিছু নির্ভর করবে বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস-তামিম বৈঠকে আলোচনার মূল বিষয়ই হতে পারে অধিনায়কত্ব। যদিও বিসিবি সভাপতি সিদ্ধান্ত দিয়ে দিলেন, আর সেটা তামিমের সঙ্গে কথা না বলেই। অবসর ভেঙে ফিরতে যাওয়া তামিমই বিশ্বকাপে অধিনায়ক হচ্ছেন কিনা, এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেন, 'আমি একটা সহজ জিনিস বলে দেই, আমাদের বিশ্বকাপের অধিনায়ক হচ্ছে তামিম। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই।'
'তামিম যেহেতু খেলেনি দুটি ম্যাচ, সেই দুটি ম্যাচে লিটন দাস অধিনায়ক। এখন যদি তামিম ফিরে আসে, তাহলে তামিম হবে। তামিম যদি ফেরত না আসে, তাহলে আরেকজন হবে। আমরা তো নিশ্চিত না ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে। আসলে এটা না জেনে মন্তব্য করাটা খুব কঠিন। আমরা চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক।' যোগ করেন বিসিবি সভাপতি।
বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজাকে দলের মেন্টর হিসেবে পেতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে রেখেছেন তামিম, প্রধানমন্ত্রীর সবুজ সঙ্কেতও মিলেছে। মাশরাফি মেন্টর হওয়া প্রসঙ্গে জানতে চাইলে বিসিবি প্রধান বলেন, 'এসব এখন বলার কোনো সুযোগই নাই। বিশেষ করে ওখানে যে আলাপ হয়েছে, ওই আলাপটা ওখানেই থাকুক। আমি মনে করি বাইরে আলাপ করার কোনো প্রশ্নই আসে না, উচিতই না।'