আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা ব্রডের
৩৭ বছর বয়সেও যেন সেই আগের মতোই টগবগে যুবক স্টুয়ার্ট ব্রড। এবারের অ্যাশেজেই যেমন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন তিনি। ইতোমধ্যে ২০ উইকেট নিজের ব্যাগে জমিয়েছেন এই ডানহাতি পেসার।
দারুণ ছন্দে থাকা এই ইংলিশ পেসার হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন। অস্ট্রেলিয়া বিপক্ষে অ্যাশেজ শেষ হবার সাথেসাথে ইতি ঘটবে ব্রডের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারেরও।
অনেকদিন ধরেই ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেট দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ব্রড। কিন্তু টেস্ট ক্রিকেটে জেমস অ্যান্ডারসনের পাশাপাশি তিনিও দলের অন্যতম সেরা অস্ত্র। ইংল্যান্ডের তো বটেই, টেস্ট ক্রিকেটের ইতিহাসেই মাত্র দ্বিতীয় পেস বোলার হিসেবে ৬০০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন কদিন আগেই।
ইংল্যান্ডের হয়ে ১৬৬ ম্যাচ খেলে এখন পর্যন্ত ৬০২ টি উইকেট নিয়েছেন ব্রড। যা অ্যান্ডারসনের পর ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। টেস্টে ব্রডের চেয়ে বেশি উইকেট নিয়েছেন আর মাত্র চারজন।
অ্যাশেজে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৫১ উইকেটও ব্রডেরই। ৩৭ বছর বয়সী এই পেসারের চেয়ে মাত্র দুজন অ্যাশেজে বেশি উইকেট নিয়েছেন। তারা হলেন অস্ট্রেলিয়ান দুই কিংবদন্তি শেন ওয়ার্ন এবং গ্লেন ম্যাকগ্রা।