দাঙ্গায় প্রাণ গেল সমর্থকের, বাতিল চ্যাম্পিয়ন্স লিগ বাছাইপর্বের ম্যাচ
গ্রীস এবং ক্রোয়েশিয়ার ফুটবল সমর্থকরা জাতিগতভাবেই উগ্র স্বভাবের হয়ে থাকেন। যা প্রকাশ পায় তাদের আচরণেও। তবে উগ্র আচরণে মাধ্যমে কাউকে খুন করার নজির তেমন নেই। এবার সেই ঘটনাই ঘটেছে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিলো মঙ্গলবার। গ্রীক ক্লাব এইকে এথেন্স এবং ক্রোয়াট ক্লাব দিনামো জাগরেবের মধ্যে হওয়ার কথা ছিলো ম্যাচটি। কিন্তু দুই দলের সমর্থকদের সংঘর্ষে প্রাণ যায় একজনের।
দুই দলের উগ্র সমর্থকদের দাঙ্গাতে ছুরিকাহত হয়ে প্রাণ হারান এথেন্সের এক সমর্থক। ফলে স্থগিত হয়ে গেছে দুই দলের প্রথম লেগের ম্যাচটি। গ্রিসের রাজধানীতে ঘটেছে অপ্রত্যাশিত এই ঘটনা।
সোমবার সন্ধ্যায় এথেন্সের উত্তরের শহরতলীতে অবস্থিত এইকে সোফিয়া স্টেডিয়ামের বাইরে হওয়া দাঙ্গায় ২৯ বছর বয়সী গ্রিক এই সমর্থক প্রাণ হারান।
দাঙ্গায় আহত হয়েছেন আরও আট জন। ৯৮ জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। ভয়ঙ্কর এই ঘটনায় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও ব্যবস্থা নিয়েছে। তৃতীয় রাউন্ডের বাছাইপর্বের দুই লেগেই অতিথি দলের সমর্থকদের নিষিদ্ধ করেছে তারা।