ইনস্টাগ্রামে রেকর্ড রোনালদোর, আয়ে পেছনে ফেললেন মেসিকে
পরপর তিনবার লিওনেল মেসিকে পেছনে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে খেলার মাঠের লড়াইয়ের নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আয়ের ক্ষেত্রে এই টেক্কা দিয়েছেন পর্তুগিজ মহাতারকা।
ইনস্টাগ্রামে প্রথম ব্যক্তি হিসেবে রোনালদোর অনুসারী সংখ্যা ছুঁয়েছে ৬০০ মিলিয়ন। অর্থাৎ ৬০ কোটি মানুষ সিআর সেভেনকে ইনস্টাগ্রামে বর্তমানে অনুসরণ করছেন। যা বেড়ে চলেছে প্রতিদিনই।
স্বাভাবিকভাবেই আয়ের ক্ষেত্রেও রোনালদোরই শীর্ষে থাকার কথা, হয়েছেও তাই। ক্রীড়াবিদদের মধ্যে তো বটেই, ইনস্টাগ্রামে পোস্টপ্রতি সবচেয়ে বেশি আয় করা ব্যক্তি রোনালদোই।
সামাজিক এই যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করলেই রোনালদোর পকেটে জমা হয় ৩৫ কোটি ৪৯ লাখ টাকা! অন্যদিকে প্রতিটি পোস্টের জন্য ২৮ কোটি ৫৬ লাখ টাকা পান মেসি।
সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ, অভিনেতা ডোয়াইন 'দ্য রক' জনসনকেও পেছনে ফেলেছেন রোনালদো এবং মেসি। ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হুপার এইচকিউয়ের তৈরি করা প্রথম ২০ জনের এই তালিকায় আর মাত্র দুজন ক্রীড়াবিদ জায়গা পেয়েছেন।
তারা হচ্ছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। এই পরিসংখ্যানে দেখা গেছে, প্রতিটি পোস্টের জন্য পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পের চেয়ে দ্বিগুণ অর্থ পান নেইমার।