উয়েফা বর্ষসেরার লড়াইয়ে ডি ব্রুইনা-মেসি-হলান্ড
২০২২-২৩ মৌসুমের ইউরোপ সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য সেরা তিনজনের নাম প্রকাশ করেছে উয়েফা। লিওনেল মেসি, আর্লিং হলান্ড এবং কেভিন ডি ব্রুইনার মধ্যে যে কোনো নির্বাচিত হবেন মৌসুমের সেরা খেলোয়াড় হিসেবে।
পিএসজির হয়ে গত মৌসুমে লিগ ওয়ান ও ফ্রেঞ্চ সুপার কাপ জিতেছেন লিওনেল মেসি। তবে পিএসজির সবচেয়ে কাঙ্ক্ষিত যে ট্রফি, সেই চ্যাম্পিয়নস লিগ এনে দিতে পারেননি।
৩৬ বছর বয়সী ফরোয়ার্ড পিএসজির স্বপ্নপূরণ করতে না পারলেও আর্জেন্টিনার ৩৬ বছরের দুঃখ ঘুচিয়েছেন। আকাশী-সাদাদের জিতিয়েছেন বিশ্বকাপ। তবে ক্লাব মৌসুমে সেটির প্রভাব খুব একটা নেই বললেই চলে।
এখানেই এগিয়ে আছেন মনোনয়ন পাওয়া বাকি দুই ফুটবলার, ম্যানচেস্টার সিটির মানিকজোড় আর্লিং হলান্ড এবং কেভিন ডি ব্রুইনা।
২০২২-২৩ মৌসুমে দুজনে ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন ট্রেবল। সিটি প্রথমবারের মতো একই মৌসুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতে। সিটিজেনদের এই ইতিহাস গড়া অভিযানে ডি ব্রুইনা ও হলান্ড ছিলেন অপ্রতিরোধ্য।
মেসি, ডি ব্রুইনা ও হলান্ড কে কত ভোট পেয়েছেন সেটি জানা যাবে ৩১ আগস্ট। মোনাকোতে ২০২৩/২৪ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র ঘোষণার দিনেই জানানো হবে উয়েফার বর্ষসেরা ফুটবলারের নাম।