নেপালকে উড়িয়ে শুরু পাকিস্তানের এশিয়া কাপ
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। মুলতানে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা সংগ্রহ করে ছয় উইকেট হারিয়ে ৩৪২ রান। জবাবে মাত্র ১০৪ রানে গুটিয়ে যায় নেপালের ইনিংস।
পাকিস্তান অধিনায়ক বাবর আজম ওয়ানডে ক্যারিয়ারের ১৯ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ইফতিখার আহমেদ নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন।
৩৪৩ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে দিশেহারা হয়ে পড়ে নেপালের ইনিংস। প্রথমে পাকিস্তানের পেসারদের, এরপর স্পিনার শাদাব খানের তোপে উড়ে যায় নেপাল। ২৩.৪ ওভার টিকেছে তাদের ইনিংস।
পাকিস্তানের হয়ে শাদাব খান নেন চারটি উইকেট, শাহিন ও হারিস রউফ দুটি করে, নাসিম এবং নাওয়াজ নেন একটি করে উইকেট।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ২৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে তারা। এরপর ৮৬ রানের জুটি গড়ে চাপ সামাল দেন অধিনায়ক বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান।
তবে রিজওয়ান ৪৪ রান করে রানআউট হওয়ার পর দ্রুতই আঘা সালমানকেও হারায় পাকিস্তান। রান তোলার গতিও ছিলো মন্থর। এরপরই মূলত নেপালের বোলিং আক্রমণকে পাল্টা আঘাত হানেন বাবর এবং ইফতিখার।
দুজনে মিলে পঞ্চম উইকেটে গড়েন ২১৪ রানের বিশাল জুটি। মাত্র ১৩১ বলে এই রান তোলেন তারা। এর মধ্যেই বাবর পেয়ে যান তার ১৯ তম ওয়ানডে সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৪ চার এবং চার ছয়ে ১৫১ রান করে রানআউট হন পাকিস্তান অধিনায়ক।
ইফতিখার তুলে নেন নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ১১ চার এবং চার ছয়ে ৭১ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন ইফতিখার।
নেপালের পক্ষে দুটি উইকেট নেন কামি, একটি করে উইকেট নেন লামিচানে এবং কারান কেসি।