আট হাজার কোটি টাকায় ভারতের খেলার সম্প্রচার স্বত্ব কিনলেন মুকেশ আম্বানি
ডিজনিকে পেছনে ফেলে ভারতের ক্রিকেট ম্যাচ দেখানোর সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স। যার কারণে এখন থেকে ভারতের দ্বিপাক্ষিক সব সিরিজ দেখানোর স্বত্ব কেবলই তাদের।
রিলায়েন্সের অধীনে থাকা ভায়াকম এইটিনের মাধ্যমে এই সম্প্রচার স্বত্ব কিনেছেন মুকেশ আম্বানি। এর জন্য ৭২২ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় আট হাজার কোটি টাকা দিতে হয়েছে বিসিসিআইকে।
এর আগে এই সম্প্রচার স্বত্ব ছিলো ডিজনি প্লাসের অধীনে হটস্টারের কাছে।
২০২৩ এর সেপ্টেম্বর থেকে ২০২৮ এর মার্চ পর্যন্ত ভারতের সব দ্বিপাক্ষিক সিরিজ এবং ঘরোয়া ক্রিকেট দেখাবে ভায়াকম এইটিন। মুকেশ আম্বানির এই কোম্পানি আইপিএলও সম্প্রচার করে থাকে।
গত বছর ডিজনিকে পেছনে ফেলে ২.৯ বিলিয়ন ডলারের বিনিময়ে এই স্বত্ব কিনেছিল ভায়াকম।