মাঝপথে নিয়মের পরিবর্তন আগে কখনো দেখেননি হাথুরুসিংহে
সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখার কথা জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কিন্তু সুপার ফোরের অন্য কোনো ম্যাচের জন্য বাড়তি দিন রাখা হয়নি।
যদিও কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামীকালের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটিতে বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে। তবে ভারত-পাকিস্তান ম্যাচের মতো এই ম্যাচের জন্য নেই কোনো রিজার্ভ ডে।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চান্দিকা হাথুরুসিংহের সামনে স্বাভাবিকভাবে প্রশ্নটি এসেছে। বাংলাদেশ কোচ সরাসরি কিছু বললেও, ব্যাপারটা যে স্বাভাবিকভাবে নেননি তিনি তা বোঝা গেছে। একে তো টুর্নামেন্টের মাঝপথে নিয়মে পরিবর্তন, তার ওপর সুবিধাটা পাচ্ছে সুপার ফোরে থাকা চার দলের দুটি।
এভাবে নিয়ম পরিবর্তনের পক্ষে নন জানিয়ে হাথুরু বলেন, 'আমি নিশ্চিত সেখানে প্রতিটি দলের টেকনিক্যাল কমিটির লোক রয়েছেন। তারা অন্য কোনো কারণে হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, এটা আদর্শ নয়। বাড়তি একদিন পেলে আমরাও সেই সুযোগ নিতাম।'
এমন কিছু এর আগে দেখেননি জানিয়ে হাথুরু যোগ করেন, 'টুর্নামেন্টের মাঝে এভাবে নিয়মের পরিবর্তন করে ফেলা অন্য কোনো টুর্নামেন্টে আমি আগে দেখিনি।'