সেমিফাইনালে ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ
এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটের সেমিফাইনালে ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। মাত্র ৫১ রানে অলআউট হয়ে নিগার সুলতানারা ম্যাচ হেরেছেন ৭০ বল বাকি থাকতে।
একতরফা ম্যাচে ভারতের কাছে পাত্তাই পাননি বাংলাদেশের মেয়েরা। হংকংয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ায় র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।
আজ সেমিফাইনালে বৃষ্টি হয়ে পরিত্যক্ত হলে একই নিয়মে ফাইনালে উঠে যেতো ভারত। তবে সেটির প্রয়োজন পরেনি। হেসেখেলে জিতেই ফাইনালে গেছে ভারত।
টি–টোয়েন্টি সংস্করণের এই সেমিফাইনালে বাংলাদেশকে মাত্র ৫১ রানে অলআউট করে ভারত ম্যাচ জিতে নিয়েছে ৮ উইকেটে। লক্ষ্যে পৌঁছাতে তাদের খেলতে হয়েছে ৮.২ ওভার।
২০১০ ও ২০১৮ এশিয়ান গেমসে রুপা জিতেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতবার গেমসে ক্রিকেট ছিল না। এবার বাংলাদেশের আশা ছিল ফাইনালে খেলার। অধিনায়ক নিগার সুলতানা বলেছিলেন, ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তার দল।
কিন্তু সেমিফাইনালে নিগাররা যে এভাবে ভারতের কাছে উড়ে যাবেন, হয়তো ভাবতে পারেননি নিজেরাও। বাংলাদেশের অবশ্য পদক জয়ের সম্ভাবনা এখনও আছে।
পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বিতীয় সেমির হেরে যাওয়া দলের সঙ্গে আগামীকাল ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন নিগাররা।