পাকিস্তানকে বড় সংগ্রহ গড়তে দিলেন না ডে লেডে
প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডসকে পেয়ে হয়তো ব্যাটিং দাপট দেখানোর কথাই ভেবেছিল পাকিস্তান। তবে তা হতে দিলেন না নেদারল্যান্ডসের বোলাররা।
নিয়ন্ত্রিত বোলিং করেছেন ডাচ বোলাররা, বিশেষ করে বাস ডে লেডে। এই পেসারের বীরত্বেই পাকিস্তানের সংগ্রহ বড় হতে পারেনি।
সম্পূর্ণ ওভারও খেলতে পারেনি পাকিস্তান, ৪৯ ওভার খেলে সব উইকেট হারিয়ে ২৮৬ রান তুলেছে বাবর আজমের দল। টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। স্পিন বোলিং দিয়ে শুরু হয় ডাচদের আক্রমণ।
মাত্র ৩৮ রানেই পাকিস্তানের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়ে চমক দেখায় নেদারল্যান্ডস। এরপর পাল্টা আক্রমণ শুরু করেন মোহাম্মদ রিজওয়ান এবং সৌদ শাকিল। দুজনে গড়েন ১২০ রানে জুটি।
এই জুটি আরো ভয়ংকর হয়ে ওঠার আগেই শাকিলকে সাজঘরে ফেরান আরিয়ান। ৬৮ রান আসে এই বাঁহাতির ব্যাট থেকে। শাকিলের সমান ৬৮ রান করে ডে লেডের শিকার হয়ে ফেরেন রিজওয়ানও।
টপ অর্ডারের মতো মিডল অর্ডারও পরপর উইকেট হারানোয় আবারও চাপে পড়ে পাকিস্তানের ইনিংস। তবে লোয়ার মিডল অর্ডারে শাদাব খানের ৩৯ আর মোহাম্মদ নওয়াজের ৩২ রান পথে ফেরায় পাকিস্তানকে।
শেষদিকে হারিস রউফ ১৬ আর শাহিন আফ্রিদি ১৩ রান যোগ করলে পাকিস্তান লড়াকু সংগ্রহ গড়ে। নেদারল্যান্ডসের হয়ে ডে লেডে ৬২ রান দিয়ে চারটি উইকেট নেন। আকারম্যান পেয়েছেন দুটি উইকেট।