বাংলাদেশ বিশ্বকাপ জিতলে দলের সব খেলোয়াড়কে বিএমডব্লিউ দেবে নগদ
বাংলাদেশ এ বছর ক্রিকেট বিশ্বকাপ জিতলে দলের খেলোয়াড়দের সবাইকে উপহার হিসেবে একটি করে মোট ১৫টি বিএমডব্লিউ গাড়ি দেবে জনপ্রিয় মোবাইল আর্থিক পরিষেবাদাতা প্রতিষ্ঠান নগদ।
নগদ লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ. মিশুক এই ঘোষণা দেন। শুক্রবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বিশ্বকাপ জেতা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হবে বলে বিশ্বাস ব্যক্ত করেন।
'এমন একটি বিশেষ অর্জন উদযাপন করার জন্য আমরা ১৫ সদস্যের দলের প্রতিটি খেলোয়াড়কে একটি বিএমডব্লিউ উপহার দেব,' তিনি বলেন।
নগদ দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে জড়িত রয়েছে। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং হালে মেহেদী হাসান মিরাজের মতো বিশিষ্ট ক্রিকেটারেরা ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত আছেন। দ্রুত বর্ধনশীল এই এমএফএস কোম্পানিটি জাতীয় দলের সকল ক্রিকেটারদের জন্য বিশেষ উপহার ঘোষণা করে তাদের উৎসবে আরেকটু রং যোগ করার চেষ্টা করছে।
নগদ-এর মিশুক বলেন, তিনি সবসময় দেশের প্রতিনিধিত্ব করা জাতীয় দলের সঙ্গে থাকতে চান। ক্রিকেটের প্রতি তার আবেগ এবং ভালোবাসার কারণে তিনি বিশ্বকাপ জিতলে দলের ১৫ সদস্যের সবাইকে একটি করে বিএমডব্লিউ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
'কারণ আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সব ক্রিকেটার শুধু দলকে চ্যাম্পিয়ন করার জন্যই খেলবেন। আমি বিশ্বাস করি যে অতীতে যা ঘটেছিল তা সবাই ভুলে যাবেন এবং এখন খেলায় মনোযোগ দেবেন। আমি আশা করি সবাই মাঠে নিজেদের সেরাটা দেবেন এবং গৌরবের সঙ্গে ঘরে ফিরবেন,' তিনি বলেন।