গেইলকে ছাড়িয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড রোহিতের
আফগানিস্তানের দেওয়া ২৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে স্বাগতিক ভারত। আর এই ইনিংসে এক কীর্তি গড়েছেন রোহিত শর্মা।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড এখন ভারত ওয়ানডে অধিনায়কের। তিনি পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলকে৷
সব ফরম্যাট মিলিয়ে ৫৫৩ ছক্কা মেরেছেন গেইল। আর তিন ফরম্যাট মিলিয়ে রোহিতের ছক্কা এখন ৫৫৫ টি (ব্যাটিংয়ে অপরাজিত আছেন রোহিত)।
মাত্র ৪৭৩ ইনিংস খেলে এই রেকর্ড গড়েছেন তিনি। সবচেয়ে কম খেলে সর্বোচ্চ এই ছক্কা মারার রেকর্ড নিজের করে নিলেন রোহিত শর্মা।
নিজের এই ছক্কা মারার সামর্থ্যের জন্য রোহিতের ডাকনামই হয়ে গেছে 'হিটম্যান'। নামের সার্থকতা প্রমাণ তো করেছেনই, এখন রেকর্ডবুকেও নিজের আসল নাম লিখিয়ে নিলেন পাকাপোক্তভাবে৷
টেস্টে ৭৭টি, ওয়ানডেতে ২৯৬টি, টি-টোয়েন্টিতে ১৮২ টি ছক্কা মেরেছেন রোহিত শর্মা। তিন ফরম্যাট মিলিয়ে ৫৫৫টি ছয়ের মালিক তিনি।