কোহলির পর টি-টোয়েন্টিকে বিদায় বললেন রোহিতও
বিরাট কোহলির পথেই হাঁটলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন ভারত অধিনায়কও। টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে সংবাদ সম্মেলনে গিয়ে এই ঘোষণা দেন রোহিত। টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ভারতের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলেন যাবেন তিনি।
শনিবার বার্বাডোজের কেনিংসটন ওভালে রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা উৎসবে মাতেন রোহিত-কোহলিরা। সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্ব আসরে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত। প্রথম আসরে শিরোপা জেতার পর ২০১৪- এর আসরে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হার মানে তারা।
১৭ বছরের অপেক্ষা ফুরানোর ম্যাচে ব্যাট হাতে কাণ্ডারি ছিলেন কোহলি, খেলেন ৫৯ বলে ৭৬ রানের ম্যাচ বাঁচানো ইনিংস। ম্যাচসেরার পুরস্কার তার হাতেই ওঠে, চ্যাম্পিয়ন হওয়ার তৃপ্তি নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টি-টোয়েন্টিকে বিদায় বলে দেন ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যান।
কিছুক্ষণ পর অবসরের ঘোষণা দেন রোহিতও। সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক বলেন, 'এটাই আমার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ ছিল। টি-টোয়েন্টিকে বিদায় বলার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। এই ফরম্যাটে খেলার শুরু থেকে আমি উপভোগ করছি। এর প্রতিটি মুহূর্তই আমি পছন্দ করি। আমি এটাই চেয়েছিলাম, কাপ জিততে চেয়েছিলাম।'
বিশ্বকাপ জয়ে শুরু করেছিলেন, বিশ্বকাপ জয়েই শেষ করলেন রোহিত। ২০০৭- এর পর ২০২৪, ভারতের মতো তার পথচলাও একই। ২০০৭ সালেই ইংল্যান্ডের বিপক্ষে তার টি-টোয়েন্টি অভিষেক। এরপর থেকে দীর্ঘ ১৭ বছরে দেশের হয়ে ১৫৯ টি-টোয়েন্টি খেলেছেন ডানহাতি এই ওপেনার।
১৫১ ইনিংসে ব্যাটিং করে ৫টি সেঞ্চুরি ও ৩২টি হাফ সেঞ্চুরিসহ ৪ হাজার ২৩১ রান করেছেন রোহিত। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক, সেঞ্চুরিতে তার অবস্থান দুই নম্বরে। অবশ্য তালিকার এক নম্বরে থাকা গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরিও ৫টি।
সাকিব আল হাসানের পর মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন রোহিত। ৪৭ ম্যাচের ৪৪ ইনিংসে ব্যাটিং করে ১২টি হাফ সেঞ্চুরিসহ ৩৪.৮৫ গড়ে রান করেছেন ১ হাজার ২২০। হাফ সেঞ্চুরি ও রানে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। দুটিতেই শীর্ষে রোহিতেরই জাতীয় দলের সতীর্থ কোহলি।