দেশের দ্রুততম সেঞ্চুরি, বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরি; সব রেকর্ডই এখন রোহিতের
ব্যক্তিগত যত রেকর্ড সব এক ম্যাচেই ভাঙবেন বলে হয়তো পণ করেছেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে এক ইনিংসে রোহিত তছনছ করে দিয়েছেন রেকর্ডবুকের পাতা।
ভারতের বিপক্ষে আগে ব্যাট করে ২৭৩ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে আফগানিস্তান। রোহিত শর্মার রুদ্রমূর্তির সামনে এই রান মামুলিই মনে হচ্ছে।
রান তাড়া করতে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন রোহিত। বিশ্বকাপে এটি তার সপ্তম সেঞ্চুরি। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরিরর রেকর্ড এটিই। রোহিত পেছনে ফেলেছেন আরেক ভারত কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে।
বিশ্বকাপে মাত্র ১৯ ইনিংস খেলেই সাত সেঞ্চুরি করেছেন রোহিত। শচিনের ছয় সেঞ্চুরির রেকর্ড ছিলো ৪৪ ইনিংসে। এই সেঞ্চুরি করার পথে বিশ্বকাপে এক হাজার রানও পূর্ণ হয়েছে ভারত ওয়ানডে অধিনায়কের।
অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের সঙ্গে যৌথভাবে দ্রুততম এক হাজার রান পূর্ণ করেছেন রোহিত। আগের রেকর্ডটি ছিলো শচিন এবং এবিডি ভিলিয়ার্সের, ২০ ইনিংসে এক হাজার রান করেছেন এই দুজন।
রোহিতের এই সেঞ্চুরি করতে খেলেছেন ৬৩ বল। বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড এটি। দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল কপিল দেবের, ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক ওই আসরে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলার পথে ৭২ বলে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন।
একই ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছয় মারার রেকর্ডও গড়েছেন রোহিত শর্মা। সব ফরম্যাট মিলিয়ে ক্রিস গেইলের ৫৫৩ ছক্কার রেকর্ড ছাড়িয়ে রোহিতই এখন শীর্ষে।