সাকিব-মুশফিক জুটির পর মাহমুদউল্লাহর ব্যাটে বাংলাদেশের মাঝারি পুঁজি
প্রথম বলেই উইকেট, এরপর কিছুটা প্রতিরোধের পর হঠাৎ-ই দিকহারা অবস্থা। সেখান থেকে হাল ধরে ১০০ ছুঁইছুঁই জুটিতে অনেকটা পথ এগিয়ে দিলেন অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এ দুজন আউট হওয়ার পর মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া বাকিদের কেউ-ই দলের হয়ে ব্যাট চালাতে পারলেন না। কিন্তু দায়িত্বশীল ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ যে ইনিংস খেললেন, তাতে বড় হলো না বাংলাদেশের সংগ্রহ।
শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করা বাংলাদেশ ৯ উইকেটে ২৪৫ রান তুলেছে। ৭৫ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ইনিংস সেরা ৬৬ রান করেন মুশফিক। বিশ্বকাপে এটা তার অষ্টম হাফ সেঞ্চুরি, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
শেষ দিকে নেমে এক পাশ আগলে খেলা মাহমুদউল্লাহ ৪৯ বলে ২টি করে চার ও ছক্কায় অপরাজিত ৪১ রান করেন। মুশফিকের সঙ্গে ৯৬ রানের জুটি গড়া সাকিব ৫১ বলে ৩টি চার ও ২টি ছক্কায় করেন ৪০ রান। এই ইনিংস খেলার পথে বিরাট কোহলি ও ক্রিস গেইলকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার ছয় নম্বরে উঠে গেছেন তিনি।
ইনিংসের প্রথম বলেই আউট হন লিটন কুমার দাস, আরেক ওপেনার তানজিদ হাসান তামিম করেন ১৬ রান। গত কয়েক ম্যাচ ধরে ব্যাটে-বলে অবদান রেখে আসা মেহেদী হাসান মিরাজ ৪৬ বলে ৪টি চারে ৩০ রান করেন। এ ছাড়া তাওহিদ হৃদয় ১৩ ও তাসকিন আহমেদ ১৭ রান করেন।
নিউজিল্যান্ডের লকি ফার্গুসন সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট পান ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি। এই দুই উইকেট দিয়ে ওয়ানডেতে ২০০ উইকেট পূর্ণ হয়েছে বোল্টের। একটি করে উইকেট পান মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।