২০২৩ সালে সর্বোচ্চ গোল এখন রোনালদোর
কদিন আগেই বাজি ধরেছেন, ক্যারিয়ারে এক হাজার গোল পূর্ণ করবেন। যেভাবে এগোচ্ছেন তাতে ক্রিশ্চিয়ানো রোনালদো যে সেটি করতে পারবেন না, এমন বাজি খুব বেশি মানুষ ধরবেন না। ৩৮ বছর বয়সেও গোলের পর গোল করে যাচ্ছেন সিআর সেভেন।
স্লোভাকিয়ার পর বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষেও করেছেন জোড়া গোল। ২০২৩ সালে রোনালদোর গোল এখন ৪০ টি। এ বছর তার থেকে বেশি গোল করেননি আর কেউ।
রোনালদোর জোড়া গোলের সুবাদে বসনিয়াকে ৫-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে পর্তুগাল। ইউরো বাছাইপর্বে আট ম্যাচে সব কটিই জিতেছে রবার্তো মার্তিনেজের দল। আগেই অবশ্য ২০২৪ ইউরোর মূলপর্বে খেলা নিশ্চিত করেছে পর্তুগাল।
জাতীয় দল ও ক্লাব আল-নাসেরের হয়ে উড়ন্ত ফর্মে আছেন রোনালদো। তার ক্যারিয়ার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৯ এ। বয়স প্রায় ৩৯ ছুঁই ছুঁই হলেও যেভাবে খেলে যাচ্ছেন তাতে থামার কোনো লক্ষণ নেই।
২০২৩ সালে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে রোনালদোর পেছনে আছে আর্লিং হলান্ড, তিনি করেছেন ৩৯ গোল। এরপরেই আছেন কিলিয়ান এমবাপ্পে, ফরাসি তারকার গোল ৩৫টি।
বছরের এখনও দেড় মাস বাকি। তবে রোনালদো যেভাবে গোল করছেন, তাতে বাকি দুজনের তাকে পেছনে ফেলা কঠিনই হবে।