শচিনকে ছুঁলেন ওয়ার্নার, ম্যাক্সওয়েলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড
আগের বিশ্বকাপে রানের ফোয়ারা বইয়ে দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তিনটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিসহ ৬৪৭ রান করে আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন অস্ট্রেলিয়ার এই ওপেনার। এবারের বিশ্বাকাপেও সেই পথেই হাঁটছেন তিনি। নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খুনে ব্যাটিংয়ে সেঞ্চুরি করা ওয়ার্নার নেদারল্যান্ডসের বিপক্ষেও ছুঁলেন তিন অংক।
বিশ্বকাপে এটা তার ষষ্ঠ সেঞ্চুরি, এবারের আসরের দ্বিতীয়। ডাচদের বিপক্ষে দুর্বার ইনিংস দিয়ে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ৬ সেঞ্চুরির মালিক শচিন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসালেন ওয়ার্নার। তার সামনে এখন কেবল ৭ সেঞ্চুরির মালিক ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
ওয়ার্নারের টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়ার ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন। আর ছয় নম্বরে নেমে তাণ্ডব চালিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, ৪০ বলে তিন অংক ছুঁয়ে গড়েছেন বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসেও এটা দ্রুততম সেঞ্চুরি, অজিদের আগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও ছিল ম্যাক্সওয়েলের দখলে। চার ব্যাটসম্যানের শাসন করার ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেটে ৩৯৯ রানের বিশাল সংগ্রহ গড়েছে অস্ট্রেলিয়া। এবারের আসরে এখন পর্যন্ত এটাই তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
দিল্লি অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে অস্ট্রেলিয়ার শুরুটা অবশ্য ভালো ছিল না। দলীয় ২৮ রানে ফিরে যান ওপেনার মিচেল মার্শ। যদিও শুরুর এই ধাক্কা বুঝতেই হয়নি তাদের। দ্বিতীয় উইকেটে ১১৮ বলে ১৩২ রানের জুটি গড়েন ওয়ার্নার ও স্মিথ। ৬৮ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৭১ রান করা স্মিথের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর লাবুশেনের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন ওয়ার্নার।
৪৭ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬২ রান করে ফিরে যান লাবুশেন। তার বিদায়ের কিছুক্ষণ পর সেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নার। শেষ পর্যন্ত ৯৩ বলে ১১টি চার ও ৩টি ছক্কায় ১০৪ রান করে আউট হন তিনি। ওয়ানডেতে বাঁহাতি এই ব্যাটসম্যানের এটা ২২তম সেঞ্চুরি। এবারের আসরে ৫ ইনিংসে দুটি সেঞ্চুরিতে ৬৬.৪০ গড়ে ৩৩২ রান করেছেন ওয়ার্নার, যা এখন পর্যন্ত আসরের তৃতীয় সর্বোচ্চ।
এরপর অরুন জেটলিতে চলেছে কেবলই ম্যাক্সওয়েল শো। ডাচ বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে চার-ছক্কার বৃষ্টি নামান তিনি। মাত্র ৪০ বলেই সেঞ্চুরি তুলে নেন অজি এই ব্যাটসম্যান, হয়ে যান বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ান। কদিন আগেই বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন এইডেন মার্করাম, শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। কিন্তু তার রেকর্ডটি ২০ দিনও টিকলো না।
কেবল বিশ্বকাপেই নয়, অস্ট্রেলিয়ারও দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি এটা। তাদের আগের দ্রুততম সেঞ্চুরি ছিল ৫১ বলে। ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ডটি গড়েছিলেন ম্যাক্সওয়েলই। বিশ্বকাপ ইতিহাস বদলে দেওয়া ইনিংস খেলা ডানহাতি এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত ৪৪ বলে ৮টি চার ও ৯টি ছক্কায় ১০৬ রান করে আউট হন। ১০ ওভারে ৭৪ রানে ৪টি উইকেট নেন লোগান ভ্যান বিক। ২টি উইকেট নেন বাস ডে লেডে। কিন্তু ১০ ওভারে ১১৫ রান দেন তিনি, যা ওয়ানডের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিং।