নেদারল্যান্ডসকে বিধ্বস্ত করে অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া জয়
ইতিহাস গড়ে নেদারল্যান্ডসকে হারালো অস্ট্রেলিয়া। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ডাচদের ৩০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
রানের ব্যবধানে বিশ্বকাপে এটিই সবচেয়ে বড় জয়। প্রথম দুই ম্যাচ হারের পর টানা তিন ম্যাচ জিতল অস্ট্রেলিয়া।
ম্যাক্সওয়েলের রেকর্ড গড়া সেঞ্চুরিতে নেদারল্যান্ডসকে ৪০০ রানের লক্ষ্য দেয়ে অজিরা। সেটি তাড়া করতে নেমে মাত্র ৯০ রানে অলআউট হয়েছে ডাচরা। সেইসঙ্গে বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে হারের হতাশা সঙ্গী হয়েছে কমলাদের৷
অস্ট্রেলিয়ার হয়ে চারটি উইকেট নিয়েছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। দুটি উইকেট নিয়েছেন মিচেল মার্শ।
এর আগে টসে জিতে ব্যাট করে ডেভিড ওয়ার্নারের টানা দ্বিতীয় সেঞ্চুরি ও ম্যাক্সওয়েলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ৩৯৯ রান তোলে অজিরা। ওয়ার্নার আউট হন ১০৪ রান করে। ম্যাক্সওয়েল আউট হওয়ার আগে করেন ৪৪ বলে ১০৬ রান। সেঞ্চুরি করতে মাত্র ৪০ বল খেলেন তিনি। বিশ্বকাপে যেটি দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।