‘কাম অন বাংলাদেশ’- শান্তদের সাহায্যের আশায় অস্ট্রেলিয়া অধিনায়ক
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ শেষ, দারুণ জয়ে সেমি-ফাইনালে উঠে গেছে রোহিত শর্মার দল। স্বভাবতই বিপাকে অস্ট্রেলিয়া, তিন ম্যাচের তাদের পয়েন্ট মাত্র দুই। শেষ চারের টিকেট কাটতে নিজেদের আর কিছুই করার অজিদের। উপায় একটি, বাংলাদেশের সমর্থক হয়ে যাওয়া। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সেই ঘোষণাই দিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ, বললেন, 'কাম অন বাংলাদেশ'।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে দুই নম্বর গ্রুপের হিসাবটা মিলে গেছে, সেমি-ফাইনালে উঠেছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এক নম্বর গ্রুপ থেকে টানা তিন জয়ে শেষ চারে উঠেছে ভারত। কিন্তু দ্বিতীয় দলটি চূড়ান্ত হয়নি, সম্ভাবনা বেচে আছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান; তিন দলেরই। মঙ্গলবার ভোরে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ শেষে জানা যাবে কারা উঠছে শেষ চারে।
সুপার এইটের সব ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে সেমিতে উঠেছে ভারত। একটা করে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান, তাদের পয়েন্ট ২। তবে রান রেটে এগিয়ে অজিরা। বাংলাদেশ তাদের প্রথম দুই ম্যাচ হেরে তলানির দল। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের আশায় নাজমুল হোসেন শান্তর দল।
একই আশা অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শেরও। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে যে দলকে হারায় অজিরা, এখন সেই দলেরই সাহায্যের আশায় তারা। কেবল বাংলাদেশই যে পারে তাদেরকে শেষ চারের টিকেট এনে দিতে। আফগানিস্তানকে বাংলাদেশ হারাতে পারলে তিন দলের পয়েন্ট সমান হবে, রান রেটে এগিয়ে থাকায় অজিদের সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনা বেশি থাকবে। তবে আফগানিস্তান জিতলে তারাই যাবে শেষ চারে, বাদ পড়বে অস্ট্রেলিয়া।
এ কারণেই বাংলাদেশের দিকে তাকিয়ে মার্শ। ম্যাচের পর নিজেদের পারফরম্যান্স ও বাংলাদেশের ম্যাচ নিয়ে তিনি বলেন, 'এটা হতাশার, তবে এখনও সম্ভাবনা বেঁচে আছে শেষ চারে ওঠার। আজ ভারত আমাদের চেয়ে ভালো ছিল। এমন রান তাড়ায় আপনি ততোক্ষণ লড়াইয়ে থাকবেন, যতোক্ষণ রান রেট দশে রাখতে পারবেন। কিন্তু ভারত আমাদের থেকে খুবই ভালো ছিল। কাম অন বাংলাদেশ।'
বাংলাদেশকে সমর্থন দিয়ে অস্ট্রেলিয়া তাদের হিসাব মেলাচ্ছে, কিন্তু বাংলাদেশও নিজেদের সমীকরণ মেলানোর আশায়। আফগানিস্তানকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার সুযোগ যে তাদের সামনেও আছে। শেষ চারে উঠতে আগে ব্যাটিং করে ১৬০ রান তুললে অন্তত ৬২ রানে আফগানদের হারাতে হবে। পরে ব্যাটিং করলে লক্ষ্য বিবেচনায় ১১.৫ থেকে ১৩.৪ ওভারের মধ্যে জিততে হবে। এরচেয়ে ব্যবধান কম হলে নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ চারে যাবে অস্ট্রেলিয়া।