সাকিবের প্রতি আর একটুও সম্মান নেই ম্যাথুসের
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে 'টাইমড আউট'- এর শিকার হয়েছেন অ্যাঞ্জোলো ম্যাথুস। এভাবে আউট হয়ে বিশ্বাস হচ্ছিল না লঙ্কান এই অভিজ্ঞ অলরাউন্ডারের। রাজ্যের হতাশা নিয়ে মাঠে ছাড়েন ম্যাথুস, বাউন্ডারি রোপ পেরিয়েই ব্যাটিং গ্লাভস ছুঁড়ে মারেন দূরে। ব্যাটটাও আছড়ে ফেলেন।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হারের পর ম্যাথুসের হতাশা রূপ নেয় ক্ষোভে, পুরো শ্রীলঙ্কা দলই ফুঁসছে। তাই তো ম্যাচের পর বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি লঙ্কান ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে সাকিবের চরম সমালোচনা করেছেন ম্যাথুস। জানিয়েছেন বাংলাদেশ অধিনায়কের প্রতি তার আর একটুও সম্মান নেই।
ম্যাচের পর শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস আম্পায়ারদের সমালোচনা করে বলেন, তারা 'কমন সেন্স' ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন। ম্যাথুস জানিয়েছেন, তাদের কাছে একটি ভিডিও আছে, যে ভিডিও দিয়ে তারা প্রমাণ করতে পারবেন টাইমড আউটের আরও পাঁচ সেকেন্ড বাকি ছিল।
বাংলাদেশ ও সাকিবকে সমালোচনা করে শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক বলেন, 'সাকিব এবং বাংলাদেশের পক্ষ থেকে এটা অসম্মানের ছিল। তারা যদি এভাবে ক্রিকেট খেলতে চায়, তাহলে এখানে মারাত্মক ভুল আছে। চরম অপমানজনক এটা। আজ পর্যন্ত সাকিবের প্রতি আমার অনেক সম্মান ছিল, কিন্তু সে আজ সব হারিয়েছে। আমাদের কাছে ভিডিও আছে, পরে আমরা তা প্রকাশ করব।'
যদিও সাকিব মনে করেন, যুদ্ধের ময়দানে সবই ঠিক। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, 'আমাদের একজন ফিল্ডার আমার কাছে এসে বলে, আমি আবেদন করলে সে (ম্যাথুস) আউট হয়ে যাবে। আম্পায়ার আমাকে জিজ্ঞেস করে আমি সিরিয়াস কিনা। এটা আইনে আছে; এটা ঠিক না ভুল, জানি না। আমার মনে হচ্ছিল আমি যুদ্ধে আছি। আমার যা করার ছিল, আমি তাই করেছি। বিতর্ক থাকবেই, তবে আজ যে (টাইমড আউট) সাহায্য করেছে, আমি তা অস্বীকার করব না!'
সোমবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার ইনিংসে ২৫ ওভারের খেলা চলছিল, দ্বিতীয় বলে সাদিরা সামারাবিক্রমাকে আউট করেন সাকিব। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে যান ম্যাথুস। হেলমেট পরছিলেন তিনি, কিন্তু আঁটসাঁট করতে গিয়ে হেলমেটের ফিতা ছিঁড়ে যায়। হেলেমেটের জন্য বাইরে ইশারা করেন তিনি, হেলমেট নিয়ে একজন দৌড়ে মাঠে ঢোকেন।
সময় গড়ানোয় আম্পায়ারের কাছে গিয়ে অভিযোগ করেন সাকিব। আম্পায়াররা ডেকে ম্যাথুসকে বিষয়টি জানান। এ সময় ছেঁড়া বেল্ট দেখিয়ে আম্পায়ারদের বোঝানোর চেষ্টা করেন লঙ্কান এই ব্যাটসম্যান। সাকিবের কাছেও এগিয়ে যান ম্যাথুস। কিন্তু তাকে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে বলেন সাকিব। পরে আম্পায়াররা ম্যাথুসকে আউট ঘোষণা করেন।