বিশ্বকাপের পরই সাদা বলের নেতৃত্ব ছাড়বেন বাবর!
বিশ্বকাপ থেকে পাকিস্তান বাদ পড়ার দ্বারপ্রান্তে। সেমিফাইনালে যেতে হলে তাদেরকে পাড়ি দিতে হবে এক অসম্ভব কঠিন পথ।
বর্তমানে পয়েন্ট তালিকার ৫ নাম্বারে আছে পাকিস্তান। ৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৮। অন্যদিকে ৯ ম্যাচ খেলা নিউজিল্যান্ডের পয়েন্ট ১০। তবে রানরেটে বেশ এগিয়ে কিউইরা।
আজ ইংল্যান্ডকে হারাতে পারলে পাকিস্তানের পয়েন্টও হবে ১০। কিন্তু রানরেটে পিছিয়ে থাকার কারণে নিউজিল্যান্ডকে টপকে সেমিতে যেতে হলে পাকিস্তানকে জিততে হবে ২৮৭ রানে। আর রান তাড়ায় লক্ষ্য ছুঁতে হবে ২.১ ওভারের মধ্যে, যেটা নিশ্চিতভাবেই অসম্ভব।
যদিও পাকিস্তান অধিনায়ক বাবর বলেছেন, তারা এই অসম্ভব সমীকরণ মেলানোর হিসাব কষেই মাঠে নামবেন। পাকিস্তান সেমি-ফাইনালে যাক আর না যাক, বিশ্বকাপ শেষে বাবর সাদা বলের অধিনায়কত্ব ছাড়ছেন বলে জানিয়েছে পাকিস্তানের জিও সুপার৷
এবারের বিশ্বকাপে সেরা ফর্মে ছিলেন না বাবর। দুয়েকটি ভালো ইনিংস খেললেও সেগুলো প্রত্যাশা পূরণে যথেষ্ট ছিল না। সবমিলিয়ে সাদা বলের ক্রিকেটে নিজের সেরাটা দেওয়ার জন্য অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন বাবর আজম।