ইংল্যান্ডের দেওয়া বড় লক্ষ্য ৪০ বলে তাড়া করতে হবে পাকিস্তানকে
টসের ফলাফলেই ভাগ্য নির্ধারণ হয়ে গেছে পাকিস্তানের। এখন কেবল সময়ের অপেক্ষা, তাদের ব্যাটিং ইনিংস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বকাপ থেকে বিদায়ও নিশ্চিত হয়ে যাবে।
টসে জিতে আগে ব্যাট করে বিশাল স্কোর গড়ে ইংল্যান্ডকে অল্প রানে গুটিয়ে দিতে পারলে সেমি-ফাইনালে খেলার একটা সুযোগ থাকতো পাকিস্তানের। কিন্তু এখন জিতলেও কোনো কাজ হবে না, টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাবর আজমের দলের।
কাগজে-কলমে যে একটা সুযোগ আছে, সেটি দেখে হাসবেন স্বয়ং পাকিস্তানের খেলোয়াড়রাই। ইংল্যান্ডের দেওয়া ৩৩৮ রানের লক্ষ্য ৬.৪ ওভারের মধ্যে তাড়া করতে হবে বাবর আজমের দলকে।
সব বলে ছয় হাঁকালেও পাকিস্তান সর্বোচ্চ ২৪০ রান করতে পারবে। অর্থাৎ বিদায় নিশ্চিতই তাদের। অবশ্য ইডেন গার্ডেনের স্লো পিচে ইংলিশদের দেওয়া ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জেতাটাই বড় চ্যালেঞ্জ।
৫০ ওভার খেলে নয় উইকেট হারিয়ে ৩৩৭ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। রান পেয়েছেন প্রথম চার ব্যাটারই। সর্বোচ্চ ৮৪ রান করেছেন বেন স্টোকস। ৭৬ বলে ১১ চার ও দুই ছয়ে এই ইনিংস খেলেছেন তিনি।
জো রুট ৭২ বলে চার চারে ৬০, জনি বেয়ারস্টো ৬১ বলে সাত চার ও এক ছয়ে করেছেন ৫৯ রান। এছাড়া মালান ৩১, হ্যারি ব্রুক ৩০ ও অধিনায়ক বাটলার করেছেন ২৭ রান।
পাকিস্তানের হয়ে ৬৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন হারিস রউফ। দুটি করে উইকেট পেয়েছেন শাহিন আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।