’ইংল্যান্ডের হয়ে খেলা দুনিয়ার সেরা কাজ’- বিদায়বেলায় অ্যান্ডারসন
লর্ডসেই শুরু, লর্ডসেই শেষ। ২১ বছরের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টানলেন জেমস অ্যান্ডারসন। তার বিদায়ের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১১৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। পূর্ব ঘোষণা অনুযায়ী, টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন ৪১ বছর বয়সী ইংলিশ এই কিংবদন্তি।
১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়ে থামলেন অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে একমাত্র পেসার হিসেবে ৭০০ উইকেটের মালিক তিনি। টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি শেন ওয়ার্নের চেয়ে মাত্র ৪ উইকেট দূরে থেমেছেন অ্যান্ডারস। বিদায়ী টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন চার উইকেট, যার তিনটিই দ্বিতীয় ইনিংসে।
ইংল্যান্ডের জয় এনে দেওয়া উইকেটটা অ্যান্ডারসনই পেতে পারতেন। নিজের বোলিংয়ে গুড়াকেশ মোতির ক্যাচ মিস করায় সেটা আর সম্ভব হয়নি। অ্যান্ডারসন অনুভূতি জানাতে গিয়ে সবার আগে ক্যাচ মিসের কথাই বললেন, 'খারাপ লাগছে, ক্যাচটা ফেলে দিয়েছি। দারুণ একটা সপ্তাহ গেছে। সবার প্রতিক্রিয়া দেখে আমি খুবই খুশি। যা অর্জন করেছি, তা নিয়ে গর্বিত।'
মুহূর্তটা অ্যান্ডারসনের জন্য ছিল আব্বগ্ব্র। তবে এই পেসার নিজেকে ঠিকই সামলে নিয়েছেন, 'আমার মনে হয়, আবেগটা ধরে রাখতে পেরেছি। যেভাবে দুই দল আর দর্শক প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে সকালটা আমার জন্য অনেক আবেগের হয়ে উঠেছিল। এখনো চোখের পানি ধরে রাখার চেষ্টা করছি।'
এতদিন ধরে খেলতে পেরে নিজের গর্বের কথাও জানালেন এই কিংবদন্তি পেসার, 'আমি অনেক গর্বিত। ২০ বছর ক্রিকেট খেলা অবিশ্বাস্য প্রচেষ্টার ফল। চোটমুক্ত থেকে সেটা করতে পেরে আমি অনেক সন্তুষ্ট। ইংল্যান্ডের হয়ে খেলা দুনিয়ার সবচেয়ে সেরা কাজ, এত দীর্ঘ সময় ধরে সেটা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।'
নিজের ভবিষ্যৎ নিয়ে অ্যান্ডারসন বলেছেন, 'এখনো অত দূর পর্যন্ত ভাবিনি। এই গ্রীষ্মে দলের সঙ্গে থাকব, যত দূর পারি সাহায্য করব। এরপর দেখি জীবন কোথায় নিয়ে যায়।'