বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বে ফিরলেন নাফিস ইকবাল
বিশ্বকাপের আগে হঠাৎ-ই বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় নাফিস ইকবালকে। বিশ্বকাপের পর সাবেক এই ওপেনারকেই পুরনো দায়িত্বে ফেরানো হলো, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ম্যানেজারের দায়িত্ব পালন করবেন নাফিস।
নাফিস নিজেই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের দিন তাকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পুরনো পদে তার ফেরাটাও হচ্ছে কিউইদের বিপক্ষে। নাফিসের অর্তমানে বিশ্বকাপে ম্যানেজারের দায়িত্ব পালন করেন রাবীদ ইমাম, তিনি মূলত মিডিয়া কমিটির সিনিয়র ম্যানেজার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টিম অপারেশন্সের দায়িত্বে আছেন নাফিস। গত দুই বছরে অবশ্য বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করেছেন তিনি। বিশ্বকাপে ম্যানেজারের দায়িত্ব পালন করার কথা ছিল তার। কিন্তু দল ঘোষণার দুদিন আগে হঠাৎ করেই নাফিসকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। বিসিবি যে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছিল, ম্যাচের মাঝেই তার মাঠ ছাড়ার ঘটনায় সেটা পরিস্কার হয়ে গিয়েছিল।
গত ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামে বাংলাদেশ। টিম অপারেশন্স ম্যানেজার হিসেবে এই ম্যাচের খেলোয়াড় তালিকায় নাফিসের স্বাক্ষর ছিল। কিন্তু টস হওয়া পর্যন্ত অপেক্ষা করেন তিনি, এরপর ম্যাচ চলাকালীনই স্টেডিয়াম ছেড়ে চলে যান সাবেক এই ব্যাটসম্যান।
বিশ্বকাপ দল ঘোষণার বেশ আগেই বিশ্ব আসরে বাংলাদেশের টিম অফিসিয়াল ও বিসিবি কর্মকর্তাদের তালিকা চূড়াই করা হয়। সেখানে টিম অপারেশন্স ম্যানেজার হিসেবে নাম ছিল নাফিসের। কিন্তু বিশ্বকাপে নাফিসকে ম্যানেজার হিসেবে চাননি সাকিব আল হাসান, যা তিনি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে জানান। এরপর নাফিসকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।