ঝলমলে আয়োজনে পর্দা উঠলো গুলশান ক্লাব অলিম্পিয়াডের
গুলশান ক্লাবের উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে গুলশান ক্লাব অলিম্পিয়াড। দর্শনীয় ফ্ল্যাশমব, ফায়ার ড্যান্সের মতো ঝলমলে আয়োজনে আজ পর্দা উঠেছে দেশের ও বাংলাদেশে অবস্থিত বিদেশি সামাজিক ক্লাব নিয়ে আয়োজিত এই ক্রীড়া উৎসবটি। শুক্রবার গুলশান ক্লাবের টেনিস কোর্টে উদ্বোধনী অনুষ্ঠানের আগে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন গুলশান ক্লাবের সভাপতি রফিকুল আলম হেলাল। তিনি বলেন, 'গুলশান ক্লাবের মতো ক্লাবগুলোকে আমরা সামাজিক ক্লাব বলে থাকি। সবাই মনে করে ক্লাবে কী হচ্ছে! আমাদের যে ইভেন্ট ২৪ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা স্পোর্টসকে প্রাধান্য দিই। এখানে আমরা এবং আমাদের ছেলে-মেয়েরা খেলার সুন্দর পরিবেশ পাই। এ ছাড়া ক্লাবগুলোর মধ্যে সৌহার্দ্য তৈরি হয়। এবার বড় আয়োজন, ১৮টি ক্লাব অংশ নিচ্ছে।'
আসরটির ভেন্যু পার্টনার গুলশান ইয়ুথ ক্লাব ও ক্লাবটির ভাইস-প্রেসিডেন্ট মেহেদী হাসানকে ধন্যবাদ জানিয়ে গুলশান ক্লাব অলিম্পিয়াড নামের আন্তঃ ক্লাব এই স্পোর্টস কার্নিভালের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যানে ডঃ ওয়াহিদুজ্জামান তমাল বলেন, 'এবার আমাদের ভেন্যু পার্টনার হিসেবে আছে গুলশান ইয়ুথ ক্লাব। ক্লাবটি এবং তাদের ভাইস-প্রেসিডেন্ট মেহেদীকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি গুলশান ক্লাবের এমন আয়োজনে ভবিষ্যতেও তারা এগিয়ে আসবে।'
উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার সন্ধ্যায় গুলশান ক্লাব অলিম্পিয়াডের পর্দা ওঠে, তবে মাঠের লড়াই শুরু হয়ে যায় এদিন সকালেই। গুলশান ইয়ুথ ক্লাবের মাঠে টি-টেন ফরম্যাটে অনুষ্ঠিত হয় কয়েকটি ক্রিকেট ম্যাচ। গুলশান ক্লাবে সন্ধ্যায় হয় টেনিস ম্যাচ। গুলশান ক্লাব অলিম্পিয়াডে এবার প্লাটিনাম পার্টনার হিসেবে আছে ঢাকা ব্যাংক ও ভাইয়া হাউজিং। গোল্ড স্পন্সর হিসেবে আছে ওরিয়ন ফুটওয়্যার ও প্রাইম ব্যাংক। অনুষ্ঠানের এক পর্যায়ে স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ফুলেল অভ্যর্থনা জানানো হয়।
এ সময় ওরিয়ন ফার্মা লিমিটেড ও ওরিয়ন ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক জারিন করিম বলেন, 'এই ইভেন্টের অংশ হওয়ার সুযোগ করে দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানাই। ওরিয়ন গ্রুপ সব সময়ই বিভিন্ন খেলার সঙ্গে থাকে, বিশেষ করে গলফ ও জাতীয় পর্যায়ের কাবাডির সঙ্গে থাকে। গত বছর আমরা এই ইভেন্টের অংশ ছিলাম, দ্বিতীয়বারের মতো এবার আছি। অলিম্পিয়াডের মতো এমন ইভেন্টের অংশ হতে পারাটা ওরিয়ন গ্রুপ সুযোগ হিসেবে দেখে। ভবিষ্যতেও এই ইভেন্টের সঙ্গে থাকার ব্যাপারে আমরা আশাবাদী।' অনুষ্ঠান শেষে মনমুগ্ধকর ফ্ল্যাশমব ও ফায়ার ড্যান্স পরিবেশনা করা হয়।
২০১৯ সালে প্রথমবারের মতো অলিম্পিয়াড আয়োজন করে গুলশান ক্লাব। করোনার প্রকোপে দুই বছর আসরটি আয়োজন করা হয়নি। ২০২২ সালে দ্বিতীয়বারের মতো গুলশান ক্লাব অলিম্পিয়াড আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবার তৃতীয় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গার সামাজিক ক্লাব ও বাংলাদেশে অবস্থিত বিদেশি ক্লাবগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে স্পোর্টস কার্নিভালটি। বিভিন্ন ক্লাবের সদস্য ও তাদের সন্তানরা এই ক্রীড়া উৎসবে অংশ নেবেন। ইতোমধ্যে ৯০০'র বেশি সদস্য রেজিস্ট্রেশন করেছেন বলে জানিয়েছে আয়োজকরা।
এবার মোট ১৮টি ক্লাব অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। ক্লাবগুলো হচ্ছে আমেরিকান ক্লাব, অল কমিউনিটি ক্লাব লিমিটেড, বনানী ক্লাব, বারিধারা কসমোপলিটন ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগং ক্লাব, ক্লাব শাহিন লিমিটেড, ঢাকা বোট ক্লাব, ঢাকা ক্লাব, জার্মান ক্লাব ঢাকা, গুলশান ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, গ্রেগরিয়ান অ্যালামনাই ক্লাব লিমিটেড, ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব, খুলনা ক্লাব লিমিটেড, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব ও উত্তরা ক্লাব।
অলিম্পিয়াডে ১৩টি খেলায় মোট ১৮টি ইভেন্ট রাখা হয়েছে। খেলাগুলো হচ্ছে আর্ম রেসলিং, ব্যাডমিন্টন, উইমেন বাস্কেটবল, দাবা, ক্রিকেট, ফুটবল, গলফ, পুল, স্নুকার, স্কোয়াশ, টেবিল টেনিস, টেনিস। প্রথমবারের মতো রাখা হয়েছে কুইজের ব্যবস্থা। এ ছাড়া 'পাওয়ার অব সি' নামে মেয়েদের একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হবে। ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল ও ব্যাডমিন্টন অনুষ্ঠিত হবে গুলশান ইয়ুথ ক্লাবে। গলফ হবে কুর্মিটোলা গলফ ক্লাবে। বাকি সব খেলা গুলশান ক্লাবে অনুষ্ঠিত হবে।