পর্দা নামলো গুলশান ক্লাব অলিম্পিয়াডের
১৩টি খেলায় ১৮টি ইভেন্টে ৯ দিনের মাঠের লড়াইয়ের পর শেষ হলো গুলশান ক্লাব উয়োজিত গুলশান ক্লাব অলিম্পিয়াডের তৃতীয় আসর। পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আজ পর্দা নামলো ইন্টার ক্লাব স্পোর্টস কার্নিভালটির। গুলশান ক্লাবের টেনিস কোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের গোল্ড স্পন্সর ওরিয়ন ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক জারিন করিম ও ভেন্যু পার্টনার গুলশান ইয়ুথ ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট মেহেদী হাসান। দুজনের হাতেই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। এ ছাড়াও উপস্থিত ছিলেন গুলশান ক্লাবের সভাপতি রফিকুল আলম হেলাল, অলিম্পিয়াডের অর্গানাইজিং কমিটির চেয়ার ডঃ ওয়াহিদুজ্জামান তমালসহ আরও অনেকে। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন আঁখি আলমগীর, শুভ্র দেব ও দিথী আনোয়ার।
জমকালো আয়োজনে গত ২৪ নভেম্বর পর্দা ওঠে দেশি ও বাংলাদেশে অবস্থিত বিদেশি ১৮টি সামাজিক ক্লাবের অংশগ্রহণের এই স্পোর্টস কার্নিভালটি। ছয়টি স্বর্ণ ও একটি রৌপ্যসহ মোট সাতটি পদক জিতে সেরা ক্লাব হয়েছে ক্যাডেট কলেজ ক্লাব। চারটি স্বর্ণ ও সাতটি রৌপ্যসহ মোট ১১টি পদক নিয়ে দুই নম্বরে গুলশান ক্লাব, তবে সবচেয়ে বেশি পদক জিতেছে গুলশানভিত্তিক এই ক্লাবটি। তিন নম্বরে থাকা গুলশান ইয়ুথ ক্লাব চারটি স্বর্ণ ও তিনটি রৌপ্য জিতেছে।
চিটাগং ক্লাব দুটি করে স্বর্ণ ও রৌপ্যসহ চারটি, আমেরিকান ক্লাব দুটি স্বর্ণ ও একটি রৌপ্যসহ তিনটি, ঢাকা ক্লাব একটি করে স্বর্ণ ও রৌপ্যসহ দুটি, সিলেট ক্লাব একটি করে স্বর্ণ ও রৌপ্যসহ দুটি পদক জেতে। গ্রেগোরিয়ান ক্লাব ও বারিধারা কসমোপলিটন ক্লাবও একটি করে স্বর্ণ ও রৌপ্যসহ দুটি করে পদক জেতে। এ ছাড়া বনানী ক্লাব একটি স্বর্ণ, উত্তরা ক্লাব দুটি রৌপ্য, জার্মান ক্লাব একটি রৌপ্য, ক্লাব শাহীন লিমিটেড একটি রৌপ্য ও নারায়ণগঞ্জ ক্লাব একটি রৌপ্যপদক জেতে। টুর্নামেন্টে মোট ৪৬টি পদক ছিল।
২০১৯ সালে প্রথমবারের মতো অলিম্পিয়াড আয়োজন করে গুলশান ক্লাব। তৃতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে এবার অংশ নিয়েছিল আমেরিকান ক্লাব, অল কমিউনিটি ক্লাব লিমিটেড, বনানী ক্লাব, বারিধারা কসমোপলিটন ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগং ক্লাব, ক্লাব শাহিন লিমিটেড, ঢাকা বোট ক্লাব, ঢাকা ক্লাব, জার্মান ক্লাব ঢাকা, গুলশান ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, গ্রেগরিয়ান অ্যালামনাই ক্লাব লিমিটেড, ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব, খুলনা ক্লাব লিমিটেড, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব ও উত্তরা ক্লাব।
গুলশান ক্লাব অলিম্পিয়াডে ১৩টি খেলায় ১৮টি ইভেন্ট ছিল। খেলাগুলো ছিল আর্ম রেসলিং, ব্যাডমিন্টন, উইমেন বাস্কেটবল, দাবা, ক্রিকেট, ফুটবল, গলফ, পুল, স্নুকার, স্কোয়াশ, টেবিল টেনিস, টেনিস। প্রথমবারের মতো এবার রাখা হয় কুইজ। এ ছাড়া ছিল 'পাওয়ার অব সি' নামে মেয়েদের একটি প্রদর্শনী ম্যাচ। ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল ও ব্যাডমিন্টন অনুষ্ঠিত হয় ভেন্যু পার্টনার গুলশান ইয়ুথ ক্লাবের মাঠে। কুর্মিটোলা গলফ ক্লাবে হয়েছে গলফ। বাকি সব খেলা গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।