দেড়শ ছাড়িয়ে বাংলাদেশের লিড
এখন পর্যন্ত তৃতীয় দিনটা বাংলাদেশরই। অবশ্য আরও ঝলমলে দিন হতে পারতো। বাংলাদেশ যে তিনটি উইকেট হারিয়েছে, দুটিই রান আউট। তাই ব্যাট হাতে ভালো অবস্থায় থাকলেও স্বাগতিক শিবিরে আছে আক্ষেপ। তিন উইকেট হারানোর পর জুটি গড়ে তুলেছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তাদের জুটি থেকে ইতোমধ্যে ৬৪ রান এসেছে।
শান্ত-মুশফিকের ব্যাটে বড় লিড নেওয়ার পথে এগোচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৫৯ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৮০ রান। স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১৭৩ রান। শান্ত ৮৪ ও মুশফিক ৩১ রানে ব্যাটিং করছেন। বাংলাদেশের ৩১০ রানের জবাবে ৩১৭ রানে শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।
দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করছিলেন মুমিনুল হক। কিন্তু শান্তর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়তে হয় ৬৮ বলে ৪টি চারে ৪০ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান। এর আগে রান আউটের শিকার হন ৪৬ বলে ৮ রান করা ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয়ও।