জনসচেতনতা বৃদ্ধিতে মুশফিকের আউট কাজে লাগাল কলকাতা পুলিশ
বাংলাদেশের খেলা মানেই যেন ভারতীয় পুলিশের জন্য সোনায় সোহাগা। বিশেষ করে ভারতের ট্রাফিক পুলিশের বিজ্ঞাপন বেশ ভালোভাবেই হয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট ম্যাচের বদৌলতে! কিন্তু কীভাবে সেটি?
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাথুসের টাইমড আউট হওয়ার ঘটনাকে পুঁজি করে বিজ্ঞাপন বানিয়েছিল দিল্লির ট্রাফিক পুলিশ বিভাগ। রাস্তাঘাটে সবাই যেন সচেতনভাবে চলাচল করেন, সেই বার্তা দিতে গিয়ে সাকিব আল হাসানের দলের ম্যাচে হওয়া ঘটনাকে ব্যবহার করে তারা।
দিল্লি পুলিশের সেই সতর্কতামূলক বিজ্ঞাপনের বার্তাটি ছিল অনেকটা এইরকম, 'টাইমড আউট হতে না চাইলে দেখেশুনে পথ চলাচল করুন।' অর্থাৎ, গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখার বিষয়টিকে প্রাধান্য দিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ।
এবার মুশফিকুর রহিমের 'হ্যান্ডল দ্য বল' আউটের ঘটনাকে পুঁজি করে প্রচার চালিয়েছে কলকাতা পুলিশ। দিল্লি ট্রাফিক পুলিশের মতোই একটি বিজ্ঞাপন তৈরি করেছে তারা। ভুয়া লিংকে চাপ দিয়ে লোভের ফাঁদে পড়ে অনেকেই নিজের অর্থসম্পদ হারাচ্ছেন। সেটিকে প্রতিপাদ্য করে মুশফিকের ঘটনাকে উদাহরণ হিসেবে সামনে এনে কলকাতা পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিজ্ঞাপন প্রচার করেছে।
সেই বিজ্ঞাপনে লেখা, 'লিংক হোক বা বল, ছুঁলেই গ্যাঁড়াকল'। অর্থাৎ, ভুয়া লিংক চাপলেও নিজের সর্বনাশ, আবার মুশফিকের মতো ব্যাটিংয়ের সময় হাত দিয়ে বল ছুঁয়ে দিলেও বিপদ আসন্ন।