প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারবেন রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা
২০২৪ প্যারিস অলিম্পিকে রাশিয়াকে আমন্ত্রণ পাঠানো হয়নি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর ফলাফল হিসেবেই এই আমন্ত্রণ না পাওয়া। যে কারণে, আসন্ন প্যারিস অলিম্পিকে দেখা যাবে না রাশিয়ার পতাকা।
তবে রাশিয়ান হয়েও যদি কোনো অ্যাথলেট দেশটির পতাকা ব্যবহার না করেন, অর্থাৎ নিরপেক্ষ অ্যাথলেট হিসেবে প্যারিস অলিম্পিকে খেলতে চান, সেই সুযোগ রেখেছে অলিম্পিক কর্তৃপক্ষ। ইতোমধ্যে আট রাশিয়ান অ্যাথলেট অলিম্পিক পতাকা ব্যবহার করে অংশ নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
একই শর্ত প্রযোজ্য বেলারুশের ক্ষেত্রেও, রাশিয়ার মিত্র এই দেশটির অ্যাথলেটরাও নিরপেক্ষ পতাকা ব্যবহার করে অলিম্পিকে খেলতে পারবেন। বেলারুশের তিনজন অ্যাথলেট এখন পর্যন্ত যোগ্যতা অর্জন করতে পেরেছেন। এই অ্যাথলেটরা দলীয় ইভেন্ট ব্যতিত প্রতিযোগিতাগুলোতে অংশ নিতে পারবেন। তাদেরকে অংশগ্রহণের পূর্বে কিছু শর্ত বেধে দিয়েছে অলিম্পিক কমিটি। যার মধ্যে প্রধান শর্ত হলো, ইউক্রেনে চলমান যুদ্ধে তারা সমর্থন দিতে পারবেন না।
এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সেখানে বলা হয়েছে, 'রাশিয়া ও বেলারুশের পাসপোর্টধারী কোনো অ্যাথলেট প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারবেন না। এ ছাড়া সক্রিয়ভাবে যুদ্ধকে সমর্থন দেওয়া অ্যাথলেটরা প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারবেন না এবং রাশিয়া ও বেলারুশের সামরিক বাহিনী কিংবা জাতীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ অ্যাথলেটরাও প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারবেন না।'
বিবৃতিতে আরও বলা হয়েছে, '২০২৪ প্যারিস অলিম্পিকের সব ধরনের অনুষ্ঠান ও সব ভেন্যুতে রাশিয়া ও বেলারুশের জাতীয় সংগীত, পতাকা প্রদর্শন নিষিদ্ধ। রাশিয়া ও বেলারুশ সরকার সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকেও ২০২৪ প্যারিস অলিম্পিকে আমন্ত্রণ জানানো হবে না।'