৯০ কোটি টাকায় বিক্রি মেসির বিশ্বকাপ জার্সি
কাতার বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের সব অপূর্ণতা ঘুচিয়েছেন লিওনেল মেসি। সেই বিশ্বকাপে মেসির পরা ছয়টি জার্সি নিলামে বিক্রি হয়েছে।
জার্সিগুলো বিক্রি করে প্রায় আট মিলিয়ন ডলার পাওয়া গেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ কোটি টাকা। দাতব্য কাজেই নিলামে তোলা হয়েছিল মেসির বিশ্বকাপ জার্সিগুলো।
সোথেবি নামের এক সংস্থার মাধ্যমে জার্সিগুলো নিলামে তোলা হয়েছিল। প্রায় দুই সপ্তাহব্যাপী নিলাম অনুষ্ঠিত হয়।
নিলাম থেকে পাওয়া দামের একাংশ ইউনিকাস প্রজেক্টে দান করা হবে। এই প্রজেক্টটি বার্সেলোনায় লিও মেসি ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত সান্ত জোয়া দে দিউ শিশু হাসপাতাল পরিচালনা করে। এই হাসপাতালের কাজ দুরারোগ্য ব্যাধিতে ভোগা শিশুদের সাহায্য করা।