৩০ ওভারে নেমে এলো ম্যাচ
ম্যাচের দৈর্ঘ্য আরও কমে এলো। এবার একবারে কমলো ১০ ওভার। তিন দফায় বৃষ্টির কবলে পড়া বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩০ ওভারে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে।
টসের পর বৃষ্টির কারণে ১ ঘণ্টা ১০ মিনিট পর খেলা শুরু হয়, ৪ ওভার কমানো হয়। দ্বিতীয় দফায় বৃষ্টি নামলে কমে আরও ৬ ওভার। এবার ৪০ থেকে ৩০-এ নেমে এলো ম্যাচ। বৃষ্টির মাঝে মাঝে চলা ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ড ১৯.২ ওভার শেষে ২ উইকেটে ১০৮ রান তুলেছে।
শুরুর ধাক্কা কাটিয়ে দলকে পথ দেখানো টম ল্যাথাম ৫১ ও উইল ইয়াং ৪১ রানে অপরাজিত আছেন। স্বাগতিকদের যাওয়া দুটি উইকেটই নেন শরিফুল ইসলাম। ইনিংসের প্রথম ওভারেই রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসকে ফিরিয়ে দেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার।
ডানেডিনে আবারও বৃষ্টি, তৃতীয় দফায় খেলা বন্ধ
বৃষ্টির মাঝে মাঝে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে। ডানেডিনে তৃতীয় দফায় বৃষ্টি শুরু হয়েছে। আগের দুই দফার বৃষ্টির কারণে ম্যাচ ইতোমধ্যে ৪০ ওভারে নেমে এসেছে। এ দফায়ও সম্ভাবনা আছে ওভার কমার।
দ্বিতীয় দফায় ওভার কমার পর দ্রুত রান তোলায় মনে দেন চাপ কাটিয়ে নিউজিল্যান্ডকে এগিয়ে নেওয়া ওপেনার উইল ইয়াং ও অধিনায়ক টম ল্যাথাম। ১৯.২ ওভার শেষে ২ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ১০৮ রান। ওয়ানডেতে চার হাজার রানের মাইলফলক ছোঁয়া ল্যাথাম ৫১ ও ইয়াং ৪১ রানে অপরাজিত আছেন।
বৃষ্টির পর আবার শুরু হলো ৪০ ওভারে নেমে আসা ম্যাচ
টসের পর নামা বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য ৪ ওভার কমে আসে। দ্বিতীয় দফায় বৃষ্টি নামায় ওভার আরও কমলো। বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে হবে ৪০ ওভারের। ইতোমধ্যে ১৪ ওভারের খেলা হয়েছে, ২ উইকেটে কিউইদের সংগ্রহ ৬৩ রান। উইল ইয়াং ২৩ ও অধিনায়ক টম ল্যাথাম ২৩ রানে ব্যাটিং করছেন।
ডানেডিনে আবার বৃষ্টির হানা, খেলা বন্ধ
টসের পরপরই শুরু হওয়া বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ১০ মিনিট পর শুরু হয় বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে। ৪৬ ওভারে নেমে আসা ম্যাচটিতে আবারও হানা দিয়েছে বৃষ্টি, উইকেট কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।
বৃষ্টি নামার আগে শুরুর থাক্কা কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন উইল ইয়াং ও অধিনায়ক টম ল্যাথাম। ১৩.৫ ওভারে ২ উইকেটে কিউইদের সংগ্রহ ৬৩ রান। ইয়াং ২৩ ও ল্যাথাম ২৭ রানে অপরাজিত আছেন। এরআগে বল হাতে দারুণ শুরু হয় টস জেতা বাংলাদেশের। প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
উইকেট সংখ্যা ৩ হতে পারতো। কিন্তু মুস্তাফিজুর রহমানের বলে ল্যাথামের তোলা ক্যাচ নিতে পারেননি স্লিপে দাঁড়ানো সৌম্য সরকার। এরপর ক্যাচের আবেদন জানিয়ে একটি রিভিউ খোয়ায় নাজমুল হোসেন শান্তর দল।
প্রথম ওভারেই শরিফুলের জোড়া আঘাত
বৃষ্টির কারণে ১ ঘণ্টা ১০ মিনিট পর খেলা শুরু হলো, ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে ৪৬ ওভারে। বৃষ্টি বাধার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের শুরুটা হলো দুর্বার। ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট তুলে নিয়েছেন শরিফুল ইসলাম।
বাংলাদেশের বাঁহাতি এই পেসারের শিকার রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলস। চার দিয়ে রানের খাতা খোলা কিউইরা ইনিংসের চতুর্থ বলেই উইকেট হারায়। শরিফুলের বলে ডিফেন্স করতে গিয়ে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন রাচিন। শরিফুলের করা ওভারের শেষ উইকেটের পেছনে ক্যাচ দেন নিকোলসও। দারুণ ক্যাচে তাকে ফেরান স্লিপে দাঁড়ানো এনামুল হক বিজয়।
শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন উইল ইয়াং ও অধিনায়ক টম ল্যাথাম। ২ ওভার শেষে ২ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ১০ রান। নিকোলস ৫ রানে ব্যাটিং করছেন, ল্যাথ্যাম এখনও রানের খাতা খোলেননি।
বৃষ্টিতে কমে গেল ওভার
বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডেতে ঠিক সময়ে টস হলেও এখনও খেলা শুরু হয়নি। ম্যাচটি বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি।
অবশেষে বৃষ্টি থেমেছে, চলছে মাঠ প্রস্তুত করার কাজ। অনেকটা সময় চলে যাওয়ায় ইতোমধ্যে ওভার কমে এসেছে। ৪৬ ওভারের ম্যাচ হবে, খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টা ১০ মিনিটে।
বৃষ্টির কারণে খেলা শুরু হওয়ায় বিলম্ব
সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচটি বাংলাদেশ সময় আজ ভোর ৪টায় ডানেডিনে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ঠিক সময়ে গড়ায়নি খেলা।
যদিও ঠিক সময়েই টস হয়। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু টসের পরপরই বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ ঝরার পর থেমেছে বৃষ্টি, কভার সরিয়ে নেওয়া হচ্ছে। মাঠ প্রস্তুত করার কাজ চলছে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম (রক্ষক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, জ্যাকব ডাফি এবং উইল ও'ররকে।