বড় হারের পর জরিমানার খড়্গে পাকিস্তান
পার্থ টেস্টে ৩৬০ রানের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজে ১-০ পিছিয়ে শান মাসুদের দল। এবার কাঁটা ঘায়ে নুনের ছিটা হিসেবে যোগ হয়েছে জরিমানা ও পয়েন্ট কাটা।
পার্থ টেস্টে স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে পুরো পাকিস্তান দলকেই। সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি পয়েন্টও কাটা গেছে শান মাসুদ-শাহিন আফ্রিদিদের।
আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ নাম্বার ধারা অনুযায়ী, কোনো ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম করলে প্রতি খেলোয়াড়ের ম্যাচ ফির ৫ শতাংশ কাটা যাবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মানুযায়ী, প্রতিটি ওভার কম করার জন্য কাটা যাবে এক পয়েন্ট করে।
পার্থ টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান দুই ওভার কম বল করেছে।নিয়মানুযায়ী প্রতি ওভারের জন্য ৫% করে মোট ১০% জরিমানা এবং প্রতি ওভারের জন্য এক পয়েন্ট করে মোট দুই পয়েন্ট কাটা গেছে পাকিস্তানের।