খেলাধুলায় সৌদি আরবকে 'অনন্য মাত্রায়' নিয়ে যাচ্ছেন রোনালদো
এক ক্রিশ্চিয়ানো রোনালদো যেন বদলে দিয়েছেন পুরো সৌদি আরবের খেলাধুলার চেহারা। তিনি নিজে ফুটবলার হলেও, সিআর সেভেনের প্রভাব আছে অন্য অনেক খেলায়ও। যার প্রমাণ মিলছে প্রতিনিয়ত।
সৌদি আরবের এমন অগ্রযাত্রায় অভিভূত রোনালদো নিজেও। যে বিপ্লব পর্তুগিজ মহাতারকা শুরু করেছেন, সেই পথ ধরে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন আরও অনেক ইউরোপ কাঁপানো তারকা।
শুধু ফুটবলই নয়, ফর্মুলা ওয়ান, বক্সিংয়ের বড় ইভেন্ট, গলফ ট্যুর, ক্রিকেটের মতো খেলার আয়োজনও করছে সৌদি আরব। গত রাতেই যেমন অ্যান্থনি জশুয়া ও ডিওনটে ওয়াইল্ডারের বক্সিং ম্যাচের আয়োজন হয়েছে সৌদি আরবে।
রোনালদোও ছিলেন আমন্ত্রিত অতিথিদের মধ্যে। ইউএফসি তারকা কনর ম্যাকগ্রেগরের সঙ্গে খুনসুটিও করতে দেখা গেছে তাকে। এরপর নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে সৌদি আরবের এই অগ্রগতির প্রশংসা করেছেন সিআর সেভেন, 'খেলাধুলাকে নতুন এক মাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে। অসাধারণ দূরদর্শীতা ও দারুণ প্রয়োগ। অবাক হয়েই চলেছি।'
রোনালদোর এমন বার্তা সৌদি কর্তৃপক্ষকেও ভবিষ্যতে আরও দুর্দান্ত কিছু নিয়ে আসার ক্ষেত্রে প্রভাবিত করবে বলেই ভক্তদের বিশ্বাস। ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজন করার জন্য ইতোমধ্যেই ছাড়পত্র পেয়েছে দেশটি।