মেসি-এমবাপ্পেকে পেছনে ফেলে আইএফএফএইচএসের বর্ষসেরা হলান্ড
আইএফএফএইচএসের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন আর্লিং হলান্ড। এই পুরস্কার জেতার দৌড়ে ম্যানচেস্টার সিটি তারকা পেছনে ফেলেছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে।
২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের পর আইএফএফএইচএসের বর্ষসেরার পুরস্কার তিন বিভাগে জিতেছিলেন মেসি। এরপর ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি'অরও জিতেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। অপরদিকে নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন ঐতিহাসিক ট্রেবল।
কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সকে নিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছেন, সর্বোচ্চ গোলদাতা হিসেবে জিতেছেন গোল্ডেন বুটও। তবে ভোটে হলান্ডই হয়েছেন আইএফএফএইচের বর্ষসেরা ফুটবলার।
ফুটবল সাংবাদিক ও সাবেক ফুটবলারদের ভোটে নরওয়েজিয়ান ফরোয়ার্ড পেছনে ফেলেছেন মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে। ২০৮ পয়েন্ট পেয়ে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড।
তার ধারেকাছেও ছিলেন না এমবাপ্পে ও মেসি। এমবাপ্পের ১০৫ পয়েন্টের বিপরীতে মেসি পেয়েছেন ৮৫। তবে এ বছর ৫৩ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়া ক্রিস্টিয়ানো রোনালদো শীর্ষ দশেও ছিলেন না।