ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ১০০তম দিনে এশিয়া কাপে মাঠে নামছে ফিলিস্তিন
নিজেদের দেশ বিপর্যস্ত শত্রুর হামলায়, তবুও পেশাদারিত্বের খাতিরে কাজ থামিয়ে রাখার উপায় নেই। তাই এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ ইরানের মুখোমুখি হওয়ার আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধকে অনুপ্রেরণা হিসেবে নিতে পারে ফিলিস্তিন।
এশিয়া কাপে ফিলিস্তিনের প্রথম প্রতিপক্ষ ইরান এই টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়ন। এদিকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের আজ ১০০ তম দিন।
ফিলিস্তিনের জন্য ম্যাচটি কঠিন হবে বেশ কয়েকটি কারণে। একে তো ইরান শক্তিশালী প্রতিপক্ষ, তার ওপর যুদ্ধের কারণে কোনো ধরনের ঘরোয়া লিগ আয়োজন করতে পারেনি তারা। প্রতিযোগিতামূলক ম্যাচও খুব বেশি খেলার সুযোগ পাননি ফিলিস্তিনের ফুটবলাররা।
তবে সব ছাপিয়ে এই দুর্যোগের সময়েও নিজেদের পেশাদারিত্ব বজায় রেখে ফিলিস্তিন যে খেলতে নামছে, এটিও প্রশংসার দাবিদার। গাজাসহ বিভিন্ন শহরে প্রতিদিনই বোমা হামলায় মানুষ নিহত হচ্ছে, সেখানেও নিজেদের মনোবল শক্ত রেখে মাঠের খেলায় মনোযোগ দেবেন ফিলিস্তিনের ফুটবলাররা।
এই ম্যাচের দিকে নজর থাকবে বাংলাদেশের ফুটবল দর্শকদেরও। ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ সমর্থন তো থাকবেই, আবার এই দলের বিপক্ষেই বিশ্বকাপ বাছাইপর্বেও যে খেলবে লাল-সবুজের বাংলাদেশ। সবমিলিয়ে ফিলিস্তিনের ম্যাচগুলো বিশেষ আকর্ষণের কারণ হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্যেও।