ইতিহাস গড়ে ফাইনালে জর্ডান
ইতিহাস লিখে এশিয়া কাপের ফাইনালে উঠল জর্ডান। আজ প্রথম সেমি-ফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসরের শিরোপার লড়াইয়ে নামার সুযোগ করে নিল তারা।
ফিফা র্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়া আছে ২৩ নাম্বারে, জর্ডানের অবস্থান ৮৭ তম। শক্তির পার্থক্যটা কাগজে-কলমে স্পষ্ট হলেও মাঠের লড়াইয়ে সেটির প্রতিফলন ঘটতে দেয়নি জর্ডান। হিউং মিন সনের দলকে বিদায় করে ফাইনালে উঠেছে জর্ডান নদীর তীরের দেশটি।
এর আগে কখনও এশিয়া কাপের সেমি-ফাইনালেও খেলেনি জর্ডান। সর্বোচ্চ অর্জন ছিল কোয়ার্টার-ফাইনাল। ২০০৪ সালে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলা দেশটির এটি মাত্র পঞ্চমবারের মতো এই টুর্নামেন্টে অংশগ্রহণ। সেই তারাই কিনা কোনো গোলই করতে দেয়নি প্রিমিয়ার লিগ ও ফ্রেঞ্চ লিগে খেলা দক্ষিণ কোরিয়ার আক্রমণভাগকে! বায়ার্নে খেলা ডিফেন্ডার কিম মিন জায়েও চেয়ে চেয়ে দেখলেন দলকে দুই গোল খেতে।
প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর ৫৩ মিনিটে জর্ডানকে এগিয়ে নেন আল-নাইমাত। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আল-তামারি। বাকিটা সময় দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছে তারা, সন-লি-চ্যানরাও পারেননি জর্ডানের রক্ষণে চিড় ধরাতে।
ফাইনালে স্বাগতিক কাতার অথবা ইরানের মুখোমুখি হবে জর্ডান। এই দুটি দলও জর্ডানের চেয়ে শক্তিতে এগিয়ে। কিন্তু জর্ডানের আত্মবিশ্বাসের সামনে কঠিন পরীক্ষাই দিতে হবে অন্য ফাইনালিস্ট দলকে।