এক মিনিটের বিজ্ঞাপনেই মেসির আয় ১৫৫ কোটি টাকা!
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/01/31/prothomalo-bangla_2024-01_2d4b30ea-b370-4947-9426-58afa5d9c051_messi_ad-ezgif.com-webp-to-jpg-converter.jpg)
এক মিনিটে সর্বোচ্চ কত টাকা আয় করা সম্ভব? লিওনেল মেসিকে প্রশ্নটা করে দেখুন, তার উত্তর হবে প্রায় ১৫৫ কোটি টাকা! হ্যাঁ, ঠিক এই পরিমাণ টাকাই মেসি আয় করেছেন এক মিনিটের একটি বিজ্ঞাপনে অংশ নিয়ে।
মেসি যে বিজ্ঞাপনটিতে অংশ নিয়েছেন সেটি ফুটবল সংশ্লিষ্ট কিছুও নয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ, যেটি কিনা অনেকটা রাগবির মতো, সেখানে প্রচার করার জন্য এক বিজ্ঞাপনে অংশ নিয়ে মেসি আয় করেছেন এই পরিমাণ টাকা।
আর্জেন্টাইন কিংবদন্তির খ্যাতি কাজে লাগিয়ে নিজেদের প্রচারণার কাজটাও চালিয়ে নিচ্ছে এনএফএলের সুপারবোল নামে পরিচিত ম্যাচটি। এবারই প্রথম সুপারবোলের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন মেসি। এক মিনিটের এই বিজ্ঞাপনে নিজের মুখ দেখিয়েই ১৪ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১৫৫ কোটি টাকা আয় করবেন তিনি।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে খবরটি। সম্প্রতি মেসি মিশেলব আলট্রা নামে একটি বিয়ার কোম্পানির বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। এই বিজ্ঞাপন আগামী ১১ ফেব্রুয়ারি লাস ভেগাসের অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে এনএফএল সুপারবোল ম্যাচের বিরতির সময় দেখানো হবে।
এই ব্র্যান্ডটি প্রতি ৩০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য ৭০ লাখ ডলার অর্থাৎ প্রায় ৭৭ কোটি টাকা দিয়ে থাকে। সে হিসাবে মেসি এক মিনিটের বিজ্ঞাপনে অংশ নিয়ে পেতে যাচ্ছেন এর দ্বিগুণ পরিমাণ অর্থ।