চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাসে লরির ধাক্কা
চট্টগ্রামে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস। বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেও বাসটির ক্ষতি হয়েছে। সীতাকুণ্ডে একটি লরির সঙ্গে ধাক্কা লাগে চট্টগ্রামের টিম বাসের। বাসের দরজা ভেঙে গেছে, সামনের বাঁ পাশের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার বিষয়টি জানিয়েছে চট্টগ্রাম কর্তৃপক্ষ। বাসে কোনো ক্রিকেটার, কোচ বা সাপোর্ট স্টাফ ছিলেন না। ক্রিকেটারদের সরঞ্জাম ও দলের অন্যান্য প্রয়োজনীয় জিনিস নেওয়া হচ্ছিল বাসটিতে। দুর্ঘটনার কবলে পড়লেও বাসে থাকা কেউ আঘাত পাননি বলে জানানো হয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসরটি এবার যাচ্ছে চট্টগ্রামে। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ দিনে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম পর্ব শুরু হবে আগামী মঙ্গলবার।
ঘরের মাঠ খেলতে আজ সেখানে যাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিকাল ৪টার ফ্লাইটে চট্টগ্রামে যাবেন দলটির ক্রিকেটার, কোচসহ বাকি সদস্যরা। নিজেদের মাঠে ৪টি ম্যাচ খেলবে চট্টগ্রাম, ১৩ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ।
সাত দলের বিপিএলে ভালো অবস্থাতেই আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আট ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে শুভাগত হোমের দল। লিগ পর্বে শেষের তিন ম্যাচে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স, দুর্দান্ত ঢাকা ও খুলনা টাইগার্স।