ঝড়ো হাফ সেঞ্চুরির পর হ্যাটট্রিক, এসেই নায়ক মঈন
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে খেলতে এসেই হইচই ফেলে দিলেন মঈন আলী। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই সব আলো কেড়ে নিলেন তিনি। ঝড় তোলা হাফ সেঞ্চুরির পর বল হাতে ইংলিশ এই অলরাউন্ডার প্রতিপক্ষের জন্য হয়ে উঠলেন যমদূত, তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রান পাহাড় গড়ে চট্টগ্রামকে ৭৯ রানে হারিয়েছে কুমিল্লা। দলটির জয়ে বড় অবদান রাখা মঈন ২৪ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৫৩ রানের খুনে ইনিংস খেলেন। পরে অফ স্পিনে ৩.৩ ওভারে ২৩ রানে নেন ৪টি উইকেট। এর মধ্যে টানা তিন বলে উইকেট। চট্টগ্রামের তিন পেসার শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খানকে ফিরিয়ে হ্যাটট্রিকের স্বাদ নেন মঈন।
বিপিএলের ইসিহাতের অষ্টম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন তারকা এই অলরাউন্ডার। তার আগে বিপিএলে হ্যাটট্রিক করেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ সামি, আল-আমিন হোসেন, আলিস আল ইসলাম, পাকিস্তানের আরেক পেসার ওয়াহাব রিয়াজ, ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল, মৃতুঞ্জয় চৌধুরী ও শরিফুল ইসলাম। গত ১৯ জানুয়ারি কুমিল্লার বিপক্ষে হ্যাটট্রিক করেন শরিফুল, দ্বিতীয় বোলার হিসেবে এবারের বিপিএল একই কীর্তিতে নাম তুললেন মঈন।
বিপিএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেন মোহাম্মদ সামি। সাবেক এই পেসার ২০১২ বিপিএলে দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন। তিন বলে তার শিকার ছিল ড্যারেন স্টিভেনস, আফতাব আহমেদ ও রানা নাভেদুল হাসান। ২০১৫ সালে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে বিপিএলে হ্যাটট্রিকের স্বাদ নেন ডানহাতি পেসার আল-আমিন। বরিশাল বুলসের হয়ে সিলেট সুপার স্টার্সের মুমিনুল হক, রবি বোপারা ও নুরুল হাসান সোহানকে ফেরান তিনি।
বিপিএল অভিষেকেই বাজিমাত করেন আলিস আল ইসলাম। ২০১৯- এর আসরে ঢাকা ডায়নামাইটসের নেট বোলার থেকে ম্যাচে সুযোগ পেয়ে যাওয়া ডানহাতি এই অফ স্পিনার তিন বলে ফেরান রংপুর রাইডার্সের মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা ও ফরহাদ রেজাকে। বিপিএলের অভিষেকেই হ্যাটট্রিক করা প্রথম বোলার তিনি।
২০১৯ বিপিএলে হ্যাটট্রিক করেন ওয়াহাবও। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা ডানহাতি এই পেসার খুলনা টাইটান্সের ডেভিড ভিসা, তাইজুল ইসলাম ও সাদ্দাম হোসেনকে ফিরিয়ে হ্যাটট্রিকের কীর্তি গড়েন। এই আসরে হ্যাটট্রিকের স্বাদ পান রাসেলও। ঢাকা ডায়নামাইটসের এই অলরাউন্ডার টানা তিন বলে চিটাগং ভাইকিংসের মুশফিকুর রহিম, ক্যামেরন ডেলপোর্ট ও দাসুন শানাকাকে আউট করেন।
আলিসের মতো মৃত্যুঞ্জয়ও বিপিএল অভিষেকে হ্যাটট্রিক করেন। বিপিএলের ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে অভিষেকে হ্যাটট্রিক করেন বাঁহাতি এই পেসার। ২০২২ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে একে একে তিনি সাজঘরে ফেরান সিলেট সানরাইজার্সের এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও রবি বোপারাকে। চলতি আসরে কুমিল্লার খুশদিল শাহ, রস্টন চেস ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে এলিট এই তালিকায় নাম তোলেন শরিফুল।