হ্যাটট্রিকসহ সুমনের ৭ উইকেট, সর্বনিম্ন রানে অলআউট রাজশাহী
টানা দুই উইকেটে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুললেন সুমন খান। হ্যাটট্রিক বল মোকাবিলার গুরুদায়িত্ব পড়লো আসাদুজ্জামানের ওপর। কিন্তু লড়াইয়ের আগেই যেন হার মেনে নিলেন রাজশাহী বিভাগের এই বোলার। মিডল স্টাম্প বরাবর করা সুমনের ডেলিভারিটি খেলার চেষ্টিই করলেন না তিনি। সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগের জোড়ালো আবেদন, আঙুল তুলতে সময় নিলেন না আম্পায়ার। হ্যাটট্রিক পূরণ, সঙ্গে ঝুলিতে সাত উইকেট; আনন্দে আত্মহারা সুমন এমন ভোঁ দৌড় দিলেন, কোনো সতীর্থই তার নাগাল পেলো না।
প্রথম দুই ডেলিভারিতে সানজামুল ইসলাম ও মোহর শেখকে ফেরান সুমন। ডানহাতি এই পেসারের দারুণ দুই ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন তারা। পরে আসাদুজ্জামানকে এলবিডব্লিউ করে হ্যাটট্রিকের স্বাদ নেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই তার প্রথম হ্যাটট্রিক, অবশ্য স্বীকৃত ক্রিকেটেই প্রথমবারের মতো টানা তিন উইকেট নেওয়ার স্বাদ পেলেন সুমন।
প্রথম শ্রেণিতে বাংলাদেশের ১৫তম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন তিনি। আগের ১৪ জনের মধ্যে ইলিয়াস সানি ও সোহাগ গাজী দুটি করে হ্যাটট্রিক করেছেন। এই ফরম্যাটে প্রথমবারের মতো ৭ উইকেটও নিলেন সুমন, যা তার ক্যারিয়ার সেরা। আগের সেরা বোলিং ছিল ৫০ রানে ৬ উইকেট। ।
সুমনের বোলিং তোপের মুখে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া রাজশাহী সামান্যতেই অলআউট হয়ে যায়। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ৪২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই সর্বনিম্ন দলীয় সংগ্রহ। অস্বস্তির এই রেকর্ডটি এতোদিন ছিল বরিশালের, গত মৌসুমে খুলনা বিভাগের বিপক্ষে ৪৬ রানে অলআউট হয় তারা। এ ছাড়া এই টুর্নামেন্টেই ২০১৪ সালে রংপুরের বিপক্ষে ৪৮ রানে অলআউট হয় ঢাকা মেট্রো।
ঢাকা বিভাগের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহী শুরু থেকেই উল্টো পথে হেঁটেছে। সুমনের দুর্বার বোলিংয়ের সামনে তাদের কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। প্রথম সেশনেই অলআউট হয়ে যাওয়া রাজশাহী মাত্র ২০.৫ ওভার ব্যাটিং করে। দলটিকে মাঝ দরিয়ায় ফেলে দেওয়া সুমন ৭.৫ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৭ উইকেট নেন। প্রথম শ্রেণিতে এ নিয়ে ষষ্ঠবারের মতো ৫ বার তার বেশি উইকেট নিলেন ২৪ বছর বয়সী এই পেসার।
রাজশাহীর ছয়জন ব্যাটসম্যান রানের খাতা খুলতে পারেননি। সর্বোচ্চ ১৮ রান করেন এসএম মেহরাব হাসান। সাব্বির হোসেন ১০ রান করেন। বাকি কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। সুমনের দাপট দেখানোর দিনে একটি করে উইকেট পান রিপন মন্ডল, এমডি এনামুল হক ও রুবেল মিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ১৯ ওভারে ২ উইকেটে ৯৩ রান তুলেছে ঢাকা বিভাগ।