দেড় বছর পর টি-টোয়েন্টি দলে মাহমুদউল্লাহ, নেই সাকিব
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল আগামী ১ মার্চ অনুষ্ঠিত হবে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এদিনই বাংলাদেশ আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই সিরিজের তিন টি-টোয়েন্টি ও প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অনেক পরিবর্তন আনা দলে সবচেয়ে বড় চমক মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডে ও টি-টোয়েন্টি; দুই দলেই জায়গা হয়েছে তার। প্রায় দেড় বছর পর টি-টোয়েন্টি দলে ডাক পেলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেন তিনি। চলতি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ব্যাট হাতে পারফরম্যান্স করায় মাহমুদউল্লাহকে বিবেচনা করা হলো।
চোখের সমস্যার কারণে সাকিব আল হাসানের না খেলার সম্ভাবনাই বেশি ছিল। সাবেক এই অধিনায়ককে কোনো ফরম্যাটের দলেই নেওয়া হয়নি। একমাত্র নতুন মুখ হিসেবে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আলিস আল ইসলাম। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৬ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন ডানহাতি এই অফ স্পিনার।
আগের সিরিজের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও তানভীর ইসলাম। নতুন করে ডাক পেয়েছেন বিপিএলে ব্যাট হাতে ছন্দে থাকা নাঈম শেখ, তাইজুল ইসলাম। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, হাসান মাহমুদ ও রাকিবুল হাসান। চোটের কারণে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দলে ছিলেন না মাহমুদউল্লাহ, এই সিরিজ দিয়ে ফিরছেন তিনি।
এবারের বাংলাদেশ সফরে তিনটি করে টি-টোয়েন্টি, ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট ও চট্টগ্রামে। ১ মার্চ ঢাকা পৌঁছেই সিলেট চলে যাবে শ্রীলঙ্কা। ৪ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ম্যাচ ৬ ও ৯ মার্চ একই ভেন্যুতে হবে। প্রথম দুই টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা ৬টায়, তৃতীয় ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ৩টায়।
টি-টোয়েন্টি সিরিজ শেষে চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে হবে ১৫ ও ১৮ মার্চ। প্রথম দুই ওয়ানডে হবে দিবারাত্রির, শুরু হবে দুপুর আড়াইটায়। তৃতীয় ম্যাচটি দিনে হবে, খেলা শুরু হবে সকাল ১০টায়।
টি-টোয়েন্টি স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও আলিস আল ইসলাম
ওয়ানডে স্কোয়াড (প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য): নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।