রংপুরকে হারিয়ে প্লে-অফে রংপুরকেই পেল কুমিল্লা
আগেই প্লে-অফ নিশ্চিত করা রংপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই স্থানের মধ্যে থাকা নিশ্চিত করল কুমিল্লা। সাকিবদেরকে ছয় উইকেটের ব্যবধানে হারিয়েছে কুমিল্লা। এই জয়ে কুমিল্লার পয়েন্ট দাঁড়াল ১৬ তে।
ব্যাটে-বলে সমান নৈপুণ্য দেখিয়েছেন কুমিল্লার আন্দ্রে রাসেল। বিশেষ করে ব্যাট হাতে ভয়ংকর রূপ দেখিয়েছেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষেই খেলবে কুমিল্লা।
প্রথমে ব্যাট করে রংপুর অলআউট হয় ১৫০ রানে। ১৪ বল বাকি থাকতে হাতে ছয় উইকেট রেখে সে রান টপকে যায় কুমিল্লা। অধিনায়ক লিটন দাস ৪২ বলে ৪৩ রান করেছেন। চার উইকেট পতনের পর নামা আন্দ্রে রাসেল মাত্র ১২ বল খেলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেছেন। চারটি করে চার ও ছয় মেরেছেন এই ক্যারিবীয় মারকুটে অলরাউন্ডার।
এর আগে বল হাতেও রাসেল জ্বলে উঠেছেন। ২০ রান দিয়ে তিন উইকেট নিয়ে রংপুরকে বড় সংগ্রহ গড়তে দেননি তিনি। তার সঙ্গে কুমিল্লার তরুণ পেসার মুশফিক হাসানও তিন উইকেট শিকার করেছেন।
অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন সাকিব আল হাসানও। তবে এবার আর দলকে জেতাতে পারেননি তিনি। ব্যাট হাতে ১৯ বলে ২৪ রান করার পর বল হাতে তিন উইকেট নিয়েছেন সাকিব। রংপুরের ইনিংস একাই টেনেছেন জিমি নিশাম। ৪২ বলে নয় চার ও দুই ছয়ে ৬৯ রান করে অপরাজিত ছিলেন এই কিউই অলরাউন্ডার।