ঢাকা ট্রিবিউনকে হারিয়ে বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের ফাইনালে টিবিএস
ঢাকা ট্রিবিউনকে টাইব্রেকারে হারিয়ে বিএসজেএ মিডিয়া কাপের ফাইনালে উঠেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোলের সমতায় শেষ হয়।
এরপর টাইব্রেকারে ২-১ গোলের জয় পায় টিবিএস। পেনাল্টি শ্যুটআউটে তিনটি সেইভ করেন টিবিএসের গোলরক্ষক আরিফ। জোড়া গোল করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন টিবিএসের ১০ নাম্বার জার্সিধারী হাসান জামিলুর রহমান সৈকত।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় টিবিএস। ট্রিবিউনের ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে দুর্দান্ত শটে বল জালে জড়ান সৈকত। কিছুক্ষণ পরেই সমতায় ফেরে ঢাকা ট্রিবিউন। গোল করেন সাত নাম্বার জার্সিধারী রাহাত।
দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় ঢাকা ট্রিবিউন, গোল করেন মুন। ম্যাচ যখন এভাবেই শেষ হওয়ার পথেই এগোচ্ছিল ঠিক তখন গোল করেন সৈকত। অসাধারণ বিল্ড আপে জয়নুলের পাস থেকে ফিনিশ করেন তিনি। কার্যত এটিই ছিল ম্যাচের শেষ শট।
এরপর টাইব্রেকারে টিবিএসের সৈকত ও ইমরান গোল করেন। ট্রিবিউনের তিনটি শট ফিরিয়ে দেন টিবিএসের আরিফ। ফাইনালে টিবিএসের প্রতিপক্ষ যমুনা টেলিভিশন।