ইআরএফ বেস্ট রিপোর্টিং পুরস্কার পেলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর ৩ সাংবাদিক
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-এর তিন সাংবাদিক তাদের রিপোর্টিং দক্ষতার স্বীকৃতিস্বরূপ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সেরা প্রতিবেদনের (বেস্ট রিপোর্টিং) পুরস্কার পেয়েছেন।
তারা হলেন সাজ্জাদুর রহমান, জেবুন নেসা আলো এবং সালাহ উদ্দিন মাহমুদ।
টিবিএস-এর রিপোর্টিং বিভাগের উপ-সম্পাদক সাজ্জাদুর রহমান প্রিন্ট মিডিয়ায় ও ঢাকা পোস্ট-এর জ্যেষ্ঠ প্রতিবেদক মো. শফিকুল ইসলাম অনলাইন-টেলিভিশন বিভাগে পুরস্কার অর্জন করেছেন।
আর্থিক বাজার, ম্যাক্রো ইকোনমি ও এভিয়েশন ইন্ডাস্ট্রি খাত নিয়ে কাজ করা টিবিএস-এর বিশেষ সংবাদদাতা জেবুন নেসা আলো প্রথম আলোর বিশেষ সংবাদদাতা ফখরুল ইসলাম হারুনের সঙ্গে যৌথভাবে ম্যাক্রো ইকোনমি বিভাগে পুরস্কার লাভ করেছেন।
অন্যদিকে টিবিএস-এর স্টাফ করেসপন্ডেন্ট সালাহ উদ্দিন ২০২৩ সালের ১০ জুন প্রকাশিত 'ইউনাইটেড এয়ার: দ্য আনসেটলিং অ্যালেগেশনস বাহাইন্ড আ গ্রাউন্ডেড ফ্লিট' শিরোনামের প্রতিবেদনের জন্য ক্যাপিটাল মার্কেট বিভাগে পুরস্কৃত হয়েছেন। তিনি স্টক মার্কেট, ইন্স্যুরেন্স এবং প্রাইভেট সেক্টর নিয়ে কাজ করেন।
অন্যদের মধ্যে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমান কৃষি ও খাদ্য নিরাপত্তা বিভাগে; দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর বিশেষ সংবাদদাতা দৌলত আক্তার মালা এবং যমুনা টেলিভিশন-এর সিনিয়র রিপোর্টার তৌহিদ হোসেন পাপন ডিজিটাল ইকোনমি বিভাগে; দৈনিক সমকাল-এর বিশেষ প্রতিবেদক ওবায়দুল্লাহ রনি এবং ইউএনবির বিশেষ প্রতিবেদক সদরুল হাসান অনুসন্ধানী প্রতিবেদন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।
এছাড়াও, প্রাইভেট সেক্টর ক্যাটাগরিতে দ্য ডেইলি স্টার-এর সিনিয়র রিপোর্টার আহসান হাবিব রাসেল এবং নিউজ টোয়েন্টিফোর-এর বিশেষ সংবাদদাতা বাবু কামরুজ্জামান; অবজেক্টিভ ইকোনমি ক্যাটাগরিতে প্রথম আলো অনলাইন-এর ডেপুটি হেড অব রিপোর্টিং রাজীব আহমেদ, চ্যানেল ২৪-এর বিশেষ সংবাদদাতা ইকবাল আহসান এবং ডেইলি শেয়ারবিজ-এর নির্বাহী সম্পাদক মোঃ ইসমাইল আলী; রেভিনিউ কালেকশন ক্যাটাগরিতে প্রথম আলোর বিশেষ প্রতিবেদক মোহাম্মদ জাহাঙ্গীর শাহ কাজল এবং আমাদের সময়-এর সিনিয়র রিপোর্টার জিয়াদুল ইসলাম পুরস্কার পেয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দৈনিক কালবেলার বার্তা সম্পাদক রাজু আহমেদ এবং একাত্তর টিভির বিশেষ প্রতিবেদক সুশান্ত কে সিনহা 'স্পেশাল মেনশন' পান।
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মোট ১৯ জন সাংবাদিককে নয়টি বিভাগে পুরস্কৃত করেছে।