অলিখিত ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। প্রথম দুই ম্যাচের মতোই এই ম্যাচেও রান তাড়া করবে বাংলাদেশ। সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে।
বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন নেই। শ্রীলঙ্কা দলে আছে দুটি পরিবর্তন। একাদশে ফিরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
প্রথম দুই ম্যাচে দারুণ ক্রিকেট উপহার দিয়েছে দুই দলই। আজ সিরিজ নির্ধারণী ম্যাচেও সেই প্রত্যাশা থাকবে ক্রিকেটপ্রেমীদের।
বাংলাদেশ একাদশঃ
নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার,তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী।
শ্রীলঙ্কা একাদশঃ
ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহীশ তিকশানা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান তুশারা।