এবার গুজরাটের কাছে হেরে আইপিএল শুরু মুম্বাইয়ের
আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ হারাকে রীতিই বানিয়ে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। গত ১১ বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও হেরেছে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি। আহমেদাবাদে গুজরাট টাইটান্সের কাছে ছয় রানে হেরেছে হার্দিক পান্ডিয়ার দল।
২০১২ সালে সর্বশেষ নিজেদের প্রথম ম্যাচে জিতেছিল মুম্বাই। এরপর এবার নিয়ে টানা ১২তম মৌসুমে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ হারল দলটি। পাঁচবারের চ্যাম্পিয়নদের হারিয়ে ঘরের মাঠে শুভ সূচনা করেছে গতবারের রানার্সআপ গুজরাট।
শুভমান গিলের দলের দেওয়া ১৬৯ রানের মাঝারি লক্ষ্য পেরিয়ে যাবার কথাই হয়তো ভেবেছিল মুম্বাই, দুর্দান্ত ব্যাটিং লাইনআপ নিয়ে এই রান টপকানোর আশা করতেই পারে তারা। এমনকি শেষ পাঁচ ওভারে সাত উইকেট হাতে নিয়ে ৪৩ রান প্রয়োজন ছিল দলটির। অসাধারণ বোলিংয়ে সেটি হতে দেয়নি গুজরাট।
শেষ ওভারে জয় থেকে ছয় রান দূরে থাকতেই থামতে হয় মুম্বাইকে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন দক্ষিণ আফ্রিকান ডিওয়াল্ড ব্রেভিস। 'বেবি এবি' নামে খ্যাত এই ব্যাটসম্যান নিজের ইনিংসে মেরেছেন দুটি চার ও তিনটি ছয়। এবার অধিনায়কত্ব ছেড়ে দেওয়া রোহিত শর্মা করেছেন ২৯ বলে ৪৩ রান। গুজরাটের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন উমেশ যাদব, মোহিত শর্মা, স্পেন্সার জনসন ও আজমাতউল্লাহ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সাই সুদর্শনের ৩৯ বলে ৪৫ ও শুভমান গিলের ২২ বলে ৩১ রানের ইনিংসে মাঝারি সংগ্রহ গড়ে গুজরাট। শেষদিকে তেওয়াটিয়া ১৫ বলে ২২ রান করে গুজরাটের সংগ্রহকে বাড়িয়ে নেন। মুম্বাইয়ের হয়ে দুর্দান্ত বোলিং করে মাত্র ১৪ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন জাসপ্রিত বুমরা।