হেড-অভিষেক-ক্লাসেন তাণ্ডবে হায়দরাবাদের রেকর্ড সংগ্রহ
মুম্বাইয়ের বোলারদের দুঃস্বপ্নের এক রাত উপহার দিলেন হায়দরাবাদের ব্যাটসম্যানরা। আক্ষরিকভাবেই কচুকাটা বলতে যা বোঝায়, সেটিই করেছেন হেড-ক্লাসেনরা। আর তাতে আইপিএলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ সংগ্রহ গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আগে ব্যাট করে ২০ ওভার খেলে মাত্র তিন উইকেট হারিয়ে ২৭৭ রান তুলেছে হায়দরাবাদ। দলটির চারজন ব্যাটসম্যান করেছেন হাফ সেঞ্চুরি। এর আগে আইপিএলে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে।
হায়দরাবাদের রাজিভ গান্ধী স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সেটি যে তিনি সারাজীবন মনে রাখবেন একটি ভুল সিদ্ধান্ত হিসেবে, তা না বললেও চলছে। ওপেনার ট্রাভিস হেডকে দিয়ে শুরু, তাণ্ডবলীলা চালিয়েছেন অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন আর এইডেন মার্করামও।
হেড শুরুটা করে দিয়ে গেছেন, এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে মাত্র ১৮ বলেই হাফ সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। তিনি আউট হন ২৪ বলে নয় চার ও তিন ছয়ে ৬২ রান করে। এরপর রানের চাকা ঘুরতেই থাকে।
এরপর মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক শর্মা। ২৩ বছর বয়সী এই ভারতীয় ব্যাটসম্যান আউট হওয়ার আগে ২৩ বলে তিন চার ও সাত ছয়ে করেছেন ৬৩ রান। পাঁচে নামা হেনরিখ ক্লাসেন চালিয়েছেন স্টিমরোলার। মুম্বাইয়ের বোলারদের নাকের পানি-চোখের পানি রীতিমতো এক করে ছেড়েছেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।
ক্লাসেন শেষপর্যন্ত অপরাজিত থাকেন ৩৪ বলে চারটি চার ও সাতটি ছয়ে ৮০ রান করে। আরেক দক্ষিণ আফ্রিকান এইডেন মার্করামও অপরাজিত থাকেন ২৮ বলে ৪২ রান নিয়ে। এই ম্যাচ জিততে হলে মুম্বাইকে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে।