অপ্রতিরোধ্য রোনালদোর হ্যাটট্রিকে আল-নাসেরের বড় জয়
আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে দুটি ম্যাচ খেলেছে পর্তুগাল৷ যার প্রথমটিতে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ম্যাচে সুইডেনের জালে পাঁচ গোল করেছে পর্তুগাল। পরের ম্যাচেই স্লোভেনিয়ার বিপক্ষে খেলেছেন সিআর সেভেন, সেই ম্যাচে অবশ্য ২-০ গোলের ব্যবধানে হেরে যায় পর্তুগাল।
এরপরই শুরু হয় রোনালদোকে নিয়ে সমালোচনা। তিনি থাকলে পর্তুগাল দলের ভারসাম্য নষ্ট হয়, আর না থাকলেই দল বেশি ভালো খেলে- এমন কথাবার্তাও শোনা গেছে। নিন্দুকের মুখ বন্ধ করতে অবশ্য রোনালদোর জুড়ি মেলা ভার। আরেকবার তা করলেন সিআর সেভেন।
আল-নাসেরের হয়ে সৌদি প্রো লিগে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন রোনালদো। আর সেই সুবাদে বড় জয় পেয়েছে আল-নাসের। ঘরের মাঠে আল-তাইকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। রোনালদোর গোল তিনটি এসেছে ম্যাচের ৬৪, ৬৭ ও ৮৭ মিনিটে। অর্থাৎ ২৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেছেন পর্তুগিজ মহাতারকা।
রোনালদোর হ্যাটট্রিকের আগে অবশ্য ম্যাচের লাগাম আল-নাসেরের হাতেই ছিল। ২০ মিনিটে ওটাভিওর গোলে এগিয়ে যাওয়ার দুই মিনিট পরই আল-তাই সমতা ফেরায় মিসিজানের গোলে। ৩৬ মিনিটে এই মিসিজান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আল-তাই৷ এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ঘারিবের গোলে আবারও এগিয়ে যায় আল-নাসের। দ্বিতীয়ার্ধ পুরোটিই ছিল রোনালদোময়।
চলতি মৌসুমে এটি রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিক। আর ক্যারিয়ার হ্যাটট্রিকের সং্খ্যা গিয়ে দাঁড়াল ৬৪ তে। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোল করেছেন সিআর সেভেন। সৌদি লিগে অবশ্য দ্বিতীয় স্থানেই আছে আল-নাসের৷ ২৫ ম্যাচ শেষে ৫৯ পয়েন্ট তাদের, শীর্ষে থাকা আল-হিলালের চেয়ে যা ১২ পয়েন্ট কম।